একুশে জুলাইয়ে বিশেষ উদ্যোগ, নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোড
Connect with us

বাংলার খবর

একুশে জুলাইয়ে বিশেষ উদ্যোগ, নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোড

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির কারণে টানা দু’বছর হয়নি কোনও শহিদ দিবসের অনুষ্ঠান। ২০২২ সালে বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগজনক না থাকায় ফের ভার্চুয়াল সভার পর সশরীরে আয়োজিত হতে চলেছে ২১ জুলাইয়ের মহাসমাবেশ।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে ইতিমধ্যে দূরদুরান্তের জেলা থেকে ধর্মতলার অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছেন কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য শিয়ালদহ, হাওড়া স্টেশনে করা হয়েছে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা। এছাড়াও কর্মীদের জন্য রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থাও। তবে প্রতিবছরের মতন এবারও কী ‘ট্রেডমার্ক’ ডিম-ভাত থাকছে দুপুরের খাবারের মেনুতে!

এদিকে বৃহস্পতিবার সব পথ গিয়ে মিলবে ধর্মতলায়। তার আগে দূর-দূরান্ত থেকে শহরের একাধিক অঞ্চলের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বন্দোবস্ত করা হয়েছে খাবারেরও। কী কী থাকছে এবারের একুশের মেনুতে? সূত্রের খবর, প্রতিবারের ন্যায় এবারও তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে ট্রেডমার্ক ‘ডিম-ভাত’এর পাশাপাশি থাকছে আলু পটল সবজি দিয়ে তরকারি, আলু ভর্তা আর ডাল সিদ্ধও। নিরামিশাষীদের জন্যও এবার খাবারের বিশেষ ব্যবস্থা রয়েছে।

Advertisement

আরও পড়ুন: অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী! আশঙ্কাজনক প্রেমিকও

আরও জানা গিয়েছে,২১ জুলাইয়ের জন্য এবার থাকছে বিশেষ পোশাক। খাদির তৈরি এই বিশেষ ড্রেসকোড তুলে দেওয়া হয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে। দলের পুরুষ কর্মীদের জন্য খাদির তৈরি ছাই রঙা পাঞ্জাবি এবং মহিলাদের জন্য খাদির ওড়না। দু’টি পোশাকেই থাকছে দলের প্রতীক। এছাড়াও স্বেচ্ছাসেবকদের জন্য থাকছে বিশেষ টি-শার্ট। তবে শহিদ সমাবেশে অংশগ্রহণকারী সকল কর্মী সমর্থকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে তৃণমূলের তরফে। কেবলমাত্র কর্মী সমর্থকরাই নয়, ধর্মতলার শহিদ মঞ্চে এই বিশেষ খাদির পাঞ্জাবি পরে দেখা যাবে তৃণমূলের সমস্ত মন্ত্রী-বিধায়ককেই।

আরও পড়ুন: তৃণমূলের মহাসমাবেশের মাঝেই ছুটি ঘোষণা একাধিক স্কুলের

Advertisement

প্রসঙ্গত, দলের তরফে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২১ জুলাইয়ের কাউণ্ট ডাউন। আর হাতে গোনা মাত্র কয়েক ঘণ্টা পর ধর্মতলায় শুরু হবে সেই ঐতিহাসিক মহাসমাবেশ। টানা দু’বছর পর শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শহরজুড়ে শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সভামঞ্চে তাঁর প্রবেশের জন্য তৈরি হয়েছে আলাদা গেটও। এখন দেখার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় সমর্থকদের কী বার্তা দেন তিনি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.