দেশের খবর
টিকাকরণ বাড়াতে মালদায় এবার ছুটবে ‘টিকা এক্সপ্রেস’!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও গোটা বিশ্ব এবং দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন কোভিড বিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিচ্ছে। কিন্তু মালদা জেলায় এখনও প্রায় ৪ লক্ষ ১৩ হাজার মানুষ কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি।
বিভিন্ন অনীহায় সাধারণ মানুষ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিচ্ছেন না। সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও ভ্যাকসিনের মাত্রা দ্রুত সম্পন্ন করতে স্বাস্থ্য দফতর অভিনব উদ্যোগ নিয়েছে। টিকা এক্সপ্রেসের মাধ্যমে জেলার গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। মালদা জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে মালদা জেলার হবিবপুর ও গাজোল ব্লকে ‘টিকা এক্সপ্রেস’ এর মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। মালদা জেলার হবিবপুর ও গাজোল ব্লক টিকা নেওয়া থেকে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য দফতরেরে পক্ষ থেকে তাই এই দু’টি ব্লকে প্রথম পর্যায়ে চালু করা হচ্ছে ‘টিকা এক্সপ্রেস’।
মালদা জেলার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় হাট-বাজার, বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা টিকা এক্সপ্রেসের গাড়ি নিয়ে হাজির হবেন। সেখানে টিকা নিয়ে প্রচার করা হবে। টিকা দেওয়া হয়নি যাঁদের, তাঁদের সেখানে ডেকে স্বাস্থ্যকর্মীরা টিকা দিবেন। ভ্রাম্যমান টিকাকেন্দ্রে সমস্ত সুযোগ-সুবিধাই থাকবে। জাতীয় স্তরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মালদা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রায় ২৫ লক্ষ মানুষের প্রথম ভ্যাকসিন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লক্ষ মানুষ।
দ্বিতীয় ডোজের সময় হয়ে গেলেও এখনও ৪ লক্ষ ১৩ হাজার মানুষ ভ্যাকসিন নেননি। মালদা জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ ডাঃ সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, ‘সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা থাকার জন্যই এখনও অবধি অনেকেই ভ্যাকসিন নেননি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ,কালিয়াচক ১ ,২ ৩, হবিবপুর, গাজল, ব্লকে ভ্যাকসিনেশন অনেকটাই কম হয়েছে। প্রতিটি মানুষকেই ভ্যাকসিনেশন নিতে হবে। এটাই জরুরি। ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্বাস্থ্য দফতরের উদ্যোগে টিকা এক্সপ্রেস কর্মসূচি।
পিছিয়ে পড়া ব্লগগুলিতে টিকাকরণ কর্মসূচিকে আরও জোরদার করতেই এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফযর।’ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় ২৯ লক্ষ ৫৩ হাজার ৩০৮ জনকে টিকাকরণের লক্ষ রাখা হয়েথে। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৫ লক্ষ ৪০ হাজার ১৯১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লক্ষ ৭২ হাজার ৩৪৯ জন। মঙ্গলবার অবধি দ্বিতীয় ডোজের সময় হয়ে গেলেও এখনও টিকা নেননি প্রায় ৪ লক্ষ ১৩ হাজার মানুষ। তাই জেলা স্বাস্থ্য দফতর টিকাকরণ কর্মসূচি সফল করতে বিশেষ সচেতনতা উপরে প্রচারে নামবে বলে জানিয়েছে।