বাংলার খবর
MRI ফর্মে সই করেনি বাবা, বেঘোরে প্রাণ গেল একরত্তির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনে জেরে প্রাণ গেল এক শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমতার বাঁকুড়া গ্রামে। চোখের সামনে এভাবে একরত্তি শিশুকন্যার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এমআরআই (MRI) ফর্মে বাবা সই না করায় সম্ভব হয়নি বাচ্চাটির এমআরআই। যারফলে সঠিক চিকিৎসার অভাবে মারা যায় সাড়ে তিন বছরের ওই শিশু কন্যাটি। মৃত ওই শিশুর নাম বিদিশা পাল। আরও জানা গিয়েছে বছর চারেক আগে বাগনানের বাইনান গ্রামের মৌমিতা সাউয়ের সঙ্গে বিয়ে হয় আমতার বাঁকুড়া গ্রামের প্রসেনজিৎ পালের।
বিয়ের কিছুদিন পর একটি কন্যা সন্তানের জন্ম দেন মৌমিতা। মেয়ে হওয়ার পর থেকেই মৌমিতার স্বামী প্রসেনজিৎ ও শ্বশুর রনজিত সহ পরিবারের লোকজন তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে বলে অভিযোগ। শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে মৌমিতা সাউ শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেন। যদিও পরে তিনি শ্বশুরবাড়িতে মেয়েকেনিয়ে ফিরে যান। অভিযোগ মৌমিতা শ্বশুরবাড়ি ফিরে গেলেও তাঁকে ও মেয়েকে ঘরে না তুলে রাস্তাতেই বসিয়ে রাখেন প্রসেনজিতের পরিবার। এদিকে লোকের কাছ থেকে টাকা চেয়ে মেয়ের চিকিৎসা করাচ্ছিলেন মৌমিতা ও তাঁর দিনমজুর বাবা।
অভিযোগ, মস্তিস্কের বিরল অসুখের জন্য মেয়ের এমআরআই দরকার হলে সেই ফর্মেও সই করেনি বাবা। এরপরই ক্রমশ নেতিয়ে পড়ে শিশুটি। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় মৃত শিশুর মা দোষীদের শাস্তি কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিশুটির বাবার পরিবারের তরফ থেকে।