বাংলার খবর
হরিশ্চন্দ্রপুর থেকে অস্ত্রসহ আটক তিন দুষ্কৃতী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বড়সড় সাফল্য পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের তিন পান্ডাকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দু’টি হাসুয়া, একটি বুলেট। ধৃত ওই তিন ডাকাতের নাম শেখ খলিল (৩৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের মসজিদ পাড়ায়। মনোজ রাম (২৩), বাড়ি মনোহরপুরে এবং কার্তিক দাস (২২), বাড়ি বারডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ৩ সন্দেহ ভাজন যুবক ঘোরাঘুরি করতে দেখা যায়।
দেরি না করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা ওই ৩ সন্দেহ ভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। মঙ্গলবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয় এবং ২ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। এই দলের সঙ্গে আর অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।