দুই নোবেল জয়ী সহ ময়দানের তিন প্রধানকে বঙ্গবিভূষণ
Connect with us

খেলা-ধূলা

দুই নোবেল জয়ী সহ ময়দানের তিন প্রধানকে বঙ্গবিভূষণ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ বাঙালির ফুটবল আবেগকে সম্মান জানাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানকে ‘বঙ্গবিভূষণ’ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলা হয়েছে, দেশের ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে আগামী ২৫ জুলাই, ২০২২, বিকেল চারটের সময় কলকাতার নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করা হবে। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সম্মতি প্রত্যাশা করা হয়েছে।

মোহনবাগান ক্লাবকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দিতে চেয়ে সভাপতি টুটু বসুকে  চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  ‘‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে।’’ মোহনবাগানকে পাঠানো চিঠিতে লেখা আছে, ‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমস্ত ভারতবাসীর কাছে গৌরবের স্থান দখল করেছে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২, সোমবার, বিকেল ৪ টেয় কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করতে আগ্রহী।’ এই একই ধরনের চিঠি ইস্টবেঙ্গল এবং মহমেডান ক্লাবের কাছেও পৌঁছেছে। তবে সাধারণত প্রখ্যাত ব্যক্তিদের দেওয়া হয় এই স্বীকৃতি। এই প্রথম কোনও প্রতিষ্ঠানকে বঙ্গবিভূষণ দেওয়া হবে।

f1f5129a-9aa9-4366-987a-1d9e43754d89

অন্যদিকে, বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান। রাজ্য সরকারের তরফে তিন বিশিষ্ট অর্থনীতিবিদকে এই সম্মান দেওয়া হবে। এতদিন বঙ্গবিভূষণ দেওয়া হতো সমাজের সফল ব্যক্তিকে। কিন্তু এবারই প্রথম প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে এই স্বীকৃতি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.