অবশেষে স্বস্তি! খোঁজ মিলল উধাও হয়ে যাওয়া স্কুল বাস সহ পড়ুয়াদের
Connect with us

বাংলার খবর

অবশেষে স্বস্তি! খোঁজ মিলল উধাও হয়ে যাওয়া স্কুল বাস সহ পড়ুয়াদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে মিলল স্বস্তি! কলকাতার  সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে ছুটি হওয়ার পরে স্কুল বাস উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে। সল্টলেকের মহিষবাতান এ বেসরকারি ইংলিশ মাধ্যমিক স্কুল শিক্ষা নিকেতনের প্রাথমিকভাবে ছুটি 11:15 হলেও বেশিরভাগ শিশুই বাড়িতে না পৌঁছনোয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিভাবকেরা, তবে স্কুল কর্তৃপক্ষ কোনও রকম সদুত্তর দিতে না পারলে অভিভাবকেরা ছুটে আসেন স্কুলে। তারপর স্কুলের মধ্যে বিশৃঙ্খলা এবং উত্তেজনার তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা পুলিশ। স্কুল বাসে বিভ্রাট তারই জেরে এই ঘটনা

জানা গিয়েছে, সল্টলেকের শিক্ষা নিকেতনের পড়ুয়া–সহ তিনটি বাস নিখোঁজ হয়ে গেল। ৪০ জন পড়ুয়া–সহ উধাও হয়ে যায় স্কুল বাস। এই ঘটনা গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে। ছুটি হয়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি একজন পড়ুয়াও। বাসচালকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। যদিও তিন ঘণ্টা পরে খোঁজ মেলে প্রত্যেকের। 

আরও পড়ুন: ‘যিনি এতদিন চড়াম চড়াম-গুড় বাতাসার কথা বলতেন তিনি আজ অক্সিজেনে’, কটাক্ষ শুভেন্দুর

Advertisement

বাস নিখোঁজের ঘটনায় মোবাইলের লোকেশান ট্র্যাক করে বিধাননগর থানার পুলিশ। তখনই বাসের হদিশ পায় পুলিশ। দুটি বাস রুট ভুলে অন্য পথে চলে গিয়েছিল। চালকরা রাস্তা চিনতে পারেননি। ফলে এই বিপত্তি ঘটেছে। পরে হদিশ মেলে আর একটি বাসেরও। অবশেষে বাড়ি ফিরেছে পড়ুয়ারা। স্বস্তিতে অভিভাবকরা।