বাংলার খবর
ভবানীপুর দম্পতি খুনে গ্রেফতার ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভবানীপুরে গুজরাটি দম্পতি খুনের ঘটনায় কিনারা করল পুলিশ। বুধবার গভীর রাত পর্যন্ত ওই দম্পতির আত্মীয়ের পরিচিত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জানা গিয়েছে, ওই ৩ জনের মধ্যে ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকা-পয়সার কারণে খুনের ছক করা হতে পারে। মৃতদের এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করে এমনটাই মিলেছে সূত্র। তবে খুনের মোটিভ পরিষ্কার করে জানার চেষ্টা করছে পুলিশ।
তিনটে সিসিটিভি অকেজো থাকলেও প্রধান রাস্তার সিসিটিভিতে এই দুজনকে দেখা গিয়েছিল এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই দুজন দম্পতির পূর্ব পরিচিত এবং বাড়িতেও আসা যাওয়া ছিল।
আরও পড়ুন: গোয়ায় গ্রেফতার রোদ্দুর রায়কে আনা হল কলকাতায়
তবে এখনও পর্যন্ত অধরা মাস্টারমাইন্ড। এদিকে ভবানীপুর জোড়া খুন কাণ্ডে গ্রেফতার আরও ১। বৃহস্পতিবার ধৃত আদতে ওড়িশার বাসিন্দা। এদিন তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। ভবানীপুর হত্যাকাণ্ডে এই মুহূর্তে মোট গ্রেফতার ৩।
আরও পড়ুন: ১০০ দিনের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের জবাব দিলেন নাড্ডা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে খুনের জন্যই ওই ব্যক্তিকে ভাড়া করে আনা হয়েছিল টাকার বিনিময়ে। কত টাকা দিয়ে তাকে আনা হয়েছিল এবং কি কি কারণ ছিল সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।