বাংলার খবর
যারা নিজের ভালো চায়, তারা পাহাড়ের ভালো চায় না, পাহাড়ে পৌঁছেই গুরুংকে নিশানা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিমল গুরুঙের হুমকি, বিজেপি, জিএনএলএফ-এর বিরোধিতা সত্বেও পাহাড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জিটিএ নির্বাচন। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৪৫ আসনের মধ্যে ২৭টিতে জিতে জিটিএ-এর বোর্ড দখল করেছে। প্রথমবার ১২ আসনে জিতেছে তৃণমূল। ইতিমধ্যেই অনীত থাপাকে বাইরে থেকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফল ঘোষণার পরই গত সপ্তাহে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন অনীত। জিটিএ’র শপথ গ্রহণের দিন তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই সোমবার দুপুরে ৪ দিনের সফরে পাহাড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কার্শিয়াং যাওয়ার পথে অনীত থাপার সঙ্গে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি অনীত থাপার সঙ্গে দার্জিলিঙে দেখা করে কার্শিয়াঙের উদ্দেশ্যে রওয়ানা দেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার পাহাড়ে জিটিএ-এর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন অনীত থাপার সঙ্গে দেখা করে তাঁকে ভোটে ভালো ফলাফল করার জন্য অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ের মানুষ শান্তি চায়। এবং তৃণমূল কংগ্রেস পাহাড়ে শান্তি ফিরিয়ে আনবে। নাম উল্লেখ না করে বিমল গুরুংকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যাঁরা নিজের ভালো চান, তাঁরা কখনওই পাহাড়ের ভালো চাইতে পারেন না। তাই সেই ভাবনা এখন তৃণমূল ভাববে।যারা যারা জিটিএর বিরোধীতা করবেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে।’