হিন্দিভাষীরা পানিপুরিওয়ালা, ব্যঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর
Connect with us

দেশের খবর

হিন্দিভাষীরা পানিপুরিওয়ালা, ব্যঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: থামছে না কিছুতেই ভাষা নিয়ে বিতর্ক। ‘হিন্দি ভাষা খুবই নিম্নমানের। তার থেকে বিদেশি ভাষা ইংরেজি অনেক মূল্যবান।’ শুক্রবার ভারতিহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ায়দের সঙ্গে কনফারেন্সে যোগ দিয়ে পড়ুয়াদের ভাষার গুরুত্ব বোঝাতে ঠিক এমনই মন্তব্য করলেন তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রী পনমুডি ( Ponmudy)।

শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে অবস্থিত ভারতিহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে একটি সেমিনারে যোগ দিতে যান তিনি। সেখানে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”হিন্দি ভাষার থেকে ইংরেজি ভাষা অনেক মূল্যবান। আমাদের সকলের উচিত ইংরেজি ভাষা শেখার উপর জোর দেওয়া। যারা হিন্দি ভাষায় কথা বলেন তাঁরা খুবই নিম্নমানের (দাসোচিত) কাজ করেন। হিন্দি ভাষাভাষীদের অনেকেই পানিপুরি বিক্রি করেন।”

তিনি আরও বলেন, ”তামিল পড়ুয়ারা নানা ভাষা জানে। তাঁদের জন্য হিন্দি ভাষা আবশ্যক নয় বরং অপশনাল।” পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং সর্বোচ্চ দুটি প্রধান ভাষা পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করা হবে। এই বিষয়ে তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করে রাজ্যের রাজ্যপাল আর.এন রবি প্রশ্ন তুলেছেন, শুধু হিন্দিই কেন শিখব? যেখানে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যেটা আমরা সবাই জানি বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: রাজ্যের সব মাদ্রাসায় বাধ্যতামূলক হোক জাতীয় সঙ্গীত, দাবি BJP-র

পনমুডি আরও দাবি করে বলেন, শিক্ষার বিচারে সারা দেশের মধ্যে দক্ষিণের এই রাজ্য তামিলনাড়ু হল সর্বসেরা। এই রাজ্যের পড়ুয়ারা প্রায় সব ভাষাতেই কথা বলতে জানেন। সুতরাং এরজন্য এই রাজ্যের পড়ুয়াদের হিন্দি জানা অতটাও জরুরি নয়। এটা অপশনাল সাবজেক্ট হিসেবেই একদম ঠিক আছে।

আরও পড়ুন: কাশ্মীরি পন্ডিতের হত্যার প্রতিবাদে উত্তাল ভূস্বর্গ, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

Advertisement

শুধু তাই নয়, এদিন তিনি ইংরেজি ভাষার তারিফ করে হিন্দির প্রতি ব্যাঙ্গাত্বক আক্রমণও করেন। তিনি বলেন, ”যারা হিন্দি জানেন বা হিন্দি ভাষায় কথা বলেন তাঁরা খুবই নিম্নমানের কাজ করেন। অনেকেই আবার পানিপুরি বিক্রিও করেন। আগে বলা হত যারা হিন্দি ভাষা লিখতে ও পড়তে জানেন তাঁরাই একমাত্র ভালো চাকরি পাই! এ-কথা কী সত্যি? তাহলে তামিলনাড়ুকেই দেখুন না। এখানে যারা হিন্দি জানেন তাঁরা রাস্তায় পানিপুরি বিক্রি করছেন। হিন্দি জানলেই ভালো চাকরি পাওয়া যাবে এটা একদা একসময় বলা হত। এখন আর একথা চলে না। ইংরেজি যেখানে আন্তর্জাতিক ভাষা সেখানে এই ভাষার চর্চার উপরই বেশি গুরুত্ব দেওয়া উচিত।” 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.