ভাইরাল খবর
Viral Video: ওড়িশার উপকূলে ঝাঁকে ঝাঁকে অলিভ কচ্ছপ, তারপর যা হল…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগুণিতক নীল জলরাশির মধ্যে থেকে থেকে ভেসে আসছে কালো মাথার কোনও বস্তু। নাহ বস্তু বললে ভুল হবে। সমুদ্রের জল থেকে তটের দিকে উঠে আসছে লাখ লাখ প্রাণী। তাও আবার যে সে প্রাণী নয়! একেবারে অলিভ রিডলি কচ্ছপ। আর এই এমনই বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল ওড়িশার সমুদ্র উপকূল। বিরল প্রজাতির কচ্ছপের দেখা মেলায় খুশির হাওয়া পরিবেশ প্রেমীদের মহলে।
তেমনই জল থেকে গুটি গুটি পায়ে সমুদ্র তটে উঠে আসা এই অলিভ রিডলি কচ্ছপের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। রবিবার টুইটারে ওই ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ”ওড়িশায় গহিরমাথা এবং রুশিকুল্যায় অলিভ রিডলি কচ্ছপরা গণ বাসা বাঁধার কাজ শুরু করেছে। যা একটি বিরল ঘটনা। আর এটি সকলে প্রত্যক্ষ করছে। শনিবার ভোর ৪টে থেকে কচ্ছপদের এই বাসা বাঁধার কাজ শুরু হয়েছে। শনিবার তাদের দেখা মিলেছিল গহিরমাথা উপকূলীয় অঞ্চলে।”
আরও পড়ুন: Viral Video: চলন্ত ট্রেনের সামনে মরণঝাঁপ যুবকের, তারপর যা হল
Wonders of nature…
The beach taken over by 2.45 lakh visiting mothers in their annual sojourn.
Staff extending Z++ protection to the foreign guests.
VC:JD Pati pic.twitter.com/ff0k1Mt39z— Susanta Nanda IFS (@susantananda3) March 26, 2022
এদিকে ফরেস্ট অফিসার সুশান্ত নন্দার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তাঁর পোস্ট করা ওই ভিডিয়োটি রিটুইট করে নিজেদের অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেছেন অনেক নেটিজেনরা। শুধু তাই নয়, ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওড়িশার কেন্দ্রাপডা জেলার গহিরমাথা উপকূলে সমুদ্রের জল থেকে দলে দলে উঠে আসছে অলিভ রিডলি কচ্ছপ। তারপর সমুদ্রের বালির তটে গর্ত খুঁড়ে বাসা বাঁধার চেষ্টা করছে ওই কচ্ছপগুলি।
আরও পড়ুন: Viral Video: খাঁকি পোষাক পরে ‘কাঁচাবাদাম’ গানে কোমর দুলিয়ে বিতর্কে পুলিশ আধিকারিক
আর এমন সুন্দর দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এক টুইটার ব্যবহারকারী লিখেছেন ”সত্যিই মনোরম দৃশ্য। যেভাবে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ছবি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। তাহলে কী ভাবছেন? আপনিও দেখবেন নাকি এমন সুন্দর মনোরম দৃশ্য… তাহলে চোখ রাখুন টুইটার পেজে।