দেশের খবর
এবার ভাস্কো দা গামা-হাওড়া আমরাবতী এক্সপ্রেস লাইনচ্যুত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগে ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ময়নাগুড়ির দমোহনিতে। দুর্ঘটনায় আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ৯ যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয়েছেন বহু যাত্রী। এই দুর্ঘটনার ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই আবার লাইনচ্যুত হল ট্রেন।
ভাস্কো দা গামা-হাওড়া আমরাবতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আজ সকাল ৮.৫৬ নাগাদ দুধসাগর এবং গোয়ার করনজোল স্টেশনের মাঝামাঝি এলাকায় ওই ট্রেনের ইঞ্জিনের সানের দু’টি চাকা লাইনচ্যুত হয়। দুধসাগর স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের কর্মীরা এবং যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে দক্ষিণ পশ্চিম রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর ওই এলাকায় ছুটে এসেছেন রেলের বিভিন্ন আধিকারিক। এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ক্যাসল রক ও হুবলি থেকে দু’টি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে অমরাবতী এক্সপ্রেসের কামরা গুলোর কোনও ক্ষতি হয়নি। যাত্রী সমেত কামরাগুলোকে দুধসাগর স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের জল ও খাবার দেওয়া হচ্ছে।