বাংলার খবর
এবার লালবাজারেও করোনার হানা! যুগ্ম কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার সহ ৫০ এর বেশি পুলিশ কর্মী পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছিল। এবার লালবাজারেও হানা দিল করোনা। দুই আইপিএস অফিসার সহ ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ওই পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন যুগ্ম কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যায়ের দুই আইপিএস অফিসার।
সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই শোনা যাচ্ছে। আক্রান্ত পুলিশ কর্মীদের আইসোলেশনে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। শিয়ালদহর আর আহমেদ ডেন্টাল কলেজের ১৯ জন চিকিৎসক সহ মোট ২১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজের অধ্যক্ষও করোনায় আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যেই গোটা রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ডেন্টাল হসপিটালের ৬০ জনেরও বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এবার পুলিশকর্মীরাও বাদ পড়লেন না। গত ২৫ ডিসেম্বর থেকে বর্ষবরণে ররাস্তায়, পার্ক ও চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছিল। সেই জনজোয়ার কে সামলাতে রাস্তাতেই ছিলেন পুলিশ কর্মীরা। সেখান থেকেই লালবাজারে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী সোমবার থেকেই রাজ্যে কড়া কোভিড বিধি জারি করেছে রাজ্য সরকার। তার আগেই লালবাজারে করোনার হানা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক মহলেও।