বাংলার খবর
এবার অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই-এর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ বিধানসভা নির্বাচনের পর সারা রাজ্যে ভয়ানক হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল তৃণমূলের নেতা-কর্মীরা বিজেপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় তাদের ৫৫ জন নেতা-কর্মী খুন হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবির।
এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবার ভোট পরবর্তী অশান্তির মামলায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। শুক্রবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ইলামবাজারে গৌরব সরকার খুনের মামলায় তলব করা হয়েছে অনুব্রতকে। এদিন হাজিরা না দিলে ফের তাঁকে নোটিশ দেওয়া হবে বলে খবর।
গত বছর ভোটগণনার দিন বীরভূমের ইলামবাজারে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। ওই ঘটনায় মৃতের পরিবারের তরফে ইলামবাজার থানায় তৃণমূলের নেতা-কর্মী সহ কয়েকজনের নামে খুনের মামলা দায়ের করা হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। আবার জামিনে মুক্ত রয়েছেন অভিযোগে নাম থাকা বেশ কয়েকজন। তারপরে আদালতের নির্দেশ মতো ভোট পরবর্তী অশান্তির ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। জানা গিয়েছে, সিবিআই-এর সামনে হাজিরা এরিয়ে গিয়েছেন তৃণমূল নেতা।