বাংলার খবর
এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য বিজেপিতে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করার ঘটনা থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। এবার যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা দলের সাংগঠনিক একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন। শনিবার মধ্যরাতে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বলে জানা গিয়েছে।
তবে এই ব্যাপারে দলের পক্ষ থেকে কেউ কিছু জানাতে রাজি না হলেও যুব মোর্চার নতুন রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, তিনি বিষয়টা এখনও ভালোভাবে জানেন না। তাই এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না। এমনকি যাঁকে নিয়ে আলোচনা, সেই শঙ্কুদেব পণ্ডার পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০১৯ সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শঙ্কুদেব। কিন্তু সম্প্রতি দলীয় দফতরে তাঁকে খুবই কম দেখা যাচ্ছিল। নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পর থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, তা এখনও দলের কারও কাছেই স্পষ্ট নয়।
ফলে শঙ্কুর আবারও তৃণমূলে ফেরার একটা জল্পনাও ইতিমধ্যে তৈরি হয়েছে। সম্প্রতি ৫ মতুয়া বিধায়ক, বাঁকুড়ার বিধায়ক, খড়্গপুরের বিধায়ক হিরণ এবং বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দলীয় সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। তার মধ্যেই এবার শঙ্কুদেব পণ্ডার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া রাজ্য বিজেপি নেতৃত্বের অস্বস্তি আরও বাড়িয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। সৌমিত্র খাঁ’কে সরিয়ে যুব মোর্চার নতুন সভাপতি করা হয়েছে ইন্দ্রনীল খাঁ’কে। এই মাসের মধ্যেই যুব মোর্চার নতুন কমিটি তৈরি করতে হবে ইন্দ্রনীলকে। যতদিন না নতুন কমিটি তৈরি হচ্ছে ততদিন পুরনো কমিটি কাজ চালাবে। সেই কারণেই পুরনো কমিটির সকলকে এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে। কিন্তু দলের কোনও নির্দেশ আসার আগেই শঙ্কুদেব পণ্ডা কেন গ্রুপ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।