আনিস হত্যার প্রকৃত তদন্ত চেয়ে এবার পুলিশের দ্বারস্থ পীরজাদা কাসেম, এসপি অফিস ঘেরাও
Connect with us

রাজনীতি

আনিস হত্যার প্রকৃত তদন্ত চেয়ে এবার পুলিশের দ্বারস্থ পীরজাদা কাসেম, এসপি অফিস ঘেরাও

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা অব্যাহত।  শনিবারের পর রবিবারও দুপুরে এসপি অফিস ঘেরাও করলেন গ্রামবাসীরা। এদিন হাওড়ার পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।

তাঁরা এদিন প্রতিবাদে সামিল হন। এমনকি এসপি অফিসের সামনে তাঁরা জাতীয় সড়কে বসে পরে পথ অবরোধ করেন। এর জেরে দুপুরে থেকেই পরিস্থিতি চরম বিশৃঙ্খলার আকার নেয়। জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।  এমনকি পরিস্থিতি সামাল দিতে নামানো হয় রাফ। এই বিক্ষোভ কর্মসূচিতে পীরজাদা কাসেম সিদ্দিকিও উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবারই ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা হুঁশিয়ারি দিয়েছিলেন আমতা থানার ওসিকে রবিবারের মধ্যে গ্রেফতার না করা হলে, পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে। সেই মতো রবিবারও বিক্ষোভকারীরা শনিবারের মতো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের বক্তব্য, ‘আনিস খানের মৃত্যুর প্রকৃত তদন্ত আমরা চাই। আমরা ন্যায় বিচার চাই।’ সিদ্দিকির ডাকে রবিবার পুলিশ সুপারের অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হয়েছিল। মিছিলে যোগ দিতে মানুষ হাজির হয়েছিলেন রানিহাটির মোড়ে।

আবার বেশ কিছু সংখ্যক ভিড় জমিয়েছিলেন হাওড়া পুলিশের সদর দফতরের অফিসের সামনে। তবে শেষ পর্যন্ত মিছিল হয়নি। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত হাওড়ার পাঁচলায় এসপি অফিসের সামনে সৃষ্টি হয় চরম উত্তেজনা। কাসেম সিদ্দিকি পুলিশ সুপারের অফিসে গিয়ে অফিসারের সঙ্গে দেখা করেন। এবং পুলিশের কাছে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আনিস হত্যার সঠিক বিচার যাতে হয় সেই দাবিও তুলেছেন। সিদ্দিকি বলেছেন, ‘পুলিশের সঙ্গে কথা হয়েছে। আনিসের পরিবার সিবিআই তদন্ত চাইছে সেটা পুলিশকে জানিয়েছি। আমরাও চাই সঠিক বিচার হোক।’ প্রসঙ্গত আনিস মৃত্যু রহস্যের ঘটনার উত্তেজনা এখনও অব্যাহত।  শনিবার হাওড়ার পাঁচলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বাম ছাত্র-যুবদের আন্দোলনে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। শনিবারের মতো রবিবারও এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শিত হল। মোটকথা এই ঘটনায় প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে। যা নিয়ে উত্তাল হচ্ছে রাজ্যবাম রাজনীতি।  

Advertisement