বাংলার খবর
এবার তৃণমূলের সমস্ত কর্মী-সমর্থকদের রাজ্যপালকে ব্লক করার আহ্বান মদন মিত্রের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যে গত সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি টুইটারে রাজ্যপাল জগদীপ ধনকরকে ব্লক করতে বাধ্য হয়েছেন। তাঁর দেখাদেখি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান রাজ্যপালকে ব্লক করার কথা মঙ্গলবার জানিয়েছেন।
একই পথে হেঁটেছেন মদন মিত্র। তবে আরও একধাপ এগিয়ে তৃণমূলের সমস্ত কর্মী-সমর্থকদের রাজ্যপালকে ব্লক করার আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার তিনি বলেছেন, ‘অবিলম্বে সাদা হাতি পোষা বন্ধ করুন।ওই টাকায় কয়েক লক্ষ বেকার ছেলেমেয়ের চাকরি হতে পারে। সব তৃণমূল কর্মীদের বলছি রাজ্যপালকে ব্লক করে দিতে। আমিও করে দিয়ছি।’ হুগলির বলাগড়ের চোর কৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় উপস্থিত হয়ে এ কথা বলেছেন মদন মিত্র।
তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বারন করেছেন। তাই আর লাভলি গাইব না। আমি গায়ক নই, নায়ক নই।’ তারপরই সঞ্জয় দত্তের খলনায়ক সিনেমার ‘নায়ক নেহি…’ গেয়ে ওঠেন। তারপর বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন রবীন্দ্র সংগীত গাইতে। কিন্তু রবীন্দ্র সংগীত খুব কঠিন। তবে আদিবাসীদের সঙ্গে বাজনার তালে পা মেলান বর্ষিয়ান তৃণমূল নেতা। রাজ্যপালকে কটাক্ষ করে মদন মিত্র আরও বলেন, ‘এতদিন বলতাম জল পড়ে পাতা নড়ে। পাগলা হাতি মাথা নাড়ে। রাজ্যপালের টুইট মুখ্যমন্ত্রী ব্লক করে দিয়েছেন। সারা পৃথিবীর ইতিহাসে কখনও এমন হয়নি। কোনও রাজ্যপালের টুইট ব্লক করা হয়নি। যা করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী।’