বাংলার খবর
বিতর্কিত মন্তব্য নিয়ে এবার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাঁর করা বিতর্কিত মন্তব্যের জেরেই উত্তাল গোটা দেশ। যার জেরে রাজ্যেও গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। বিজেপির সেই প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে এবার তলব করল কলকাতা পুলিশ। মুম্বই পুলিশের পর এবার কলকাতার নারকেলডাঙ্গা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে নূপুরকে। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় আগামী ২০ জুনের মধ্যে হাজিরা দেওয়ার জন্য নূপুরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ।
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। যা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়েছে। বিতর্ক শুরু হতেই নূপুরকে জাতীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করেছে বিজেপি। তবুও দেশের সমস্ত বিরোধীদল নূপুরের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে। রাজ্যেও নূপুরে বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা, হুমকি দেওয়া-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন মামলাকারী।
শুধু রাজ্য নয়, মুম্বই পুলিশও নুপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় দন্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছে। আগামী ২৫ জুন সকাল এগারোটার মধ্যে নূপুরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। এবং যে সংবাদমাধ্যমে বসে নূপুর ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজও চেয়ে পাঠিয়েছে পুলিশ।