খেলা-ধূলা
নতুন নিয়মে খেলা হবে এবারের আইপিএল! জেনে নিন নিয়মাবলী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মার্চেই শুরু হচ্ছে ১৫ তম ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। এবারের আইপিএল ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। এবার ‘ইন্ডিয়ান পয়সাওয়ালা লিগ’ জিততে লড়াই ১০ দলের মধ্যে। এবারের আইপিএলে সংযুক্ত হয়েছে দু’টি নতুন দল আহমেদাবাদ ও লখনৌ।
আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ হবে মুম্বই এবং পুণেতে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। ১৫টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।প্রতিটি দল ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলবে ৪টি করে ম্যাচ। ৩টি করে ম্যাচ খেলবে ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে। ১০টি দল ৭০টি লিগ ম্যাচের মধ্যে ১৪টি করে ম্যাচ (৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ভিত্তিতে) খেলবে। এরপর ৪টি প্লেঅফ ম্যাচ হবে। প্লে অফের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এবারের আইপিএলের নিয়মেও এসেছে আমূল পরিবর্তন। আগের মতো এবারের আইপিএলে প্রতিটি দল বাকি দলগুলোর সঙ্গে দুটি করে (হোম ও অ্যাওয়ে) ম্যাচ খেলবে না। প্রতিটি দল ৫টি দলের সঙ্গে দু’বার করে (একটি হোম ও একটি অ্যাওয়ে) খেলবে।
বাকি ৪টি দল ২টি হোম ও ২টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। অর্থাৎ ১৮ নয়, এবার আইপিএলে প্রতিটি দল ১৪ টি ম্যাচ খেলবে। কোন দল কতবার আইপিএল জিতেছে এবং কতবার ফাইনালে উঠেছে, তার ভিত্তিতে ১০ দলকে দু’টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। তার ভিত্তিতেই পরপর দল সাজানো হয়েছে। যে দল সবথেকে বেশিবার ট্রফি জিতেছে, তারা আছে প্রথম স্থানে। যে দল দ্বিতীয় সর্বাধিক ট্রফি জিতেছে, তারা দ্বিতীয় স্থানে আছে। প্রথম এবং দ্বিতীয় দলকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে থাকা দলকে একই গ্রুপে রাখা হয়েছে। অন্য গ্রুপে রয়েছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দশম স্থানে থাকা দল। গ্রুপ ‘এ’ তে যথাক্রমে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (প্রথম), কলকাতা নাইট রাইডার্স (তৃতীয়), রাজস্থান রয়্যালস (পঞ্চম), দিল্লি ক্যাপিটালস (সপ্তম) ও লখনউ সুপার জায়ান্টস (নবম)।
গ্রুপ ‘বি’ তে রয়েছে চেন্নাই সুপার কিংস (দ্বিতীয়), সানরাইজার্স হায়দরাবাদ (চতুর্থ), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ষষ্ঠ), পঞ্জাব কিংস (অষ্টম) ও গুজরাত টাইটান্স (দশম)। নিয়ম অনুযায়ী যে দল যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ (একটি হোম এবং একটি অ্যাওয়ে) খেলবে। অপর যে এক দলের সঙ্গে দুটি ম্যাচ খেলবে, তাও নির্ধারিত হবে গ্রুপ বিন্যাসের মাধ্যমে। অর্থাৎ কোনও গ্রুপে যে দল যে স্থানে আছে, অপর গ্রুপে সেই স্থানে যে দল আছে, তার বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। উদাহরণস্বরূপ, ‘এ’ গ্রুপের প্রথম স্থানে থাকা মুম্বই ‘বি’ গ্রুপের প্রথম স্থানে থাকা চেন্নাইয়ের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে। এবং ‘বি’ গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে একটি করে ম্যাচ খেলবে মুম্বই। সেই সঙ্গে নিজের ‘এ’ গ্রুপের বাকি চারটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবেন রোহিত শর্মার।