বিনোদন
এবার করোনা আক্রান্ত ফারদিন খান, বাড়িতেই রয়েছেন নিভৃতাবাসে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন অভিনেতা ফারদিন খান। বুধবার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। তবে শরীরে কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন।
টুইটারে ফারদিন খান লিখেছেন, ‘কোভিড পজেটিভ হয়েছি। সৌভাগ্যবশত আমি উপসর্গহীন। করোনা থেকে আরোগ্যের পথে যাঁরা রয়েছেন, তাঁদেরকে আমি শুভেচ্ছা জানাই। বাকিদের আমার অনুরোধ, কোনও রকম সন্দেহ হলে করোনার পরীক্ষা করান। কারণ এই ভাইরাস শিশুদেরও আক্রমণ করছে।
তাদের সীমিত ওষুধ দিয়েই চিকিৎসা করানো হচ্ছে। শুভ নিভৃতাবাস।’ অভিনয় ছাড়ার পর থেকে খুব একটা সামনে আসতে দেখা যায়না ফারদিনকে। সোশ্যাল মিডিয়াতেও তিনি নিয়মিত নন। কিছুদিন আগেই ফারদিনের তুতো বোন তথা হৃত্বিক রোশনের স্ত্রী সুজান খান করোনা আক্রান্ত হয়েছিলেন। সদ্যই তিনি করোনা মুক্ত হয়েছেন। তার আগেই হৃত্বিক করোনা আক্রান্ত হন। তবে তিনি সেই কথা কাউকে জানাননি।