খেলা-ধূলা
এবার করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার করোনায় আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। তাঁর সামান্য উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। টুইটে ডেরেক লিখেছেন, ‘আমি কোভিড পজেটিভ। সামান্য উপসর্গ রয়েছে।
গত তিনদিনে আমার সংস্পর্শে আসা কারও উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।’ তিনি আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন। তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়। এবং সেই নিয়ে কিছু জানানি তৃণমূল সাংসদ। এদিকে, করোনা আক্রান্ত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক পরীক্ষায় সোমবার সকালেই সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর ফের নমুনা পরীক্ষা করানো হয়। দ্বিতীয় রিপোর্টও পজেটিভ আসে বলে খবর। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও মহারাজের স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ ওমিক্রনে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তাঁর জিন সিকোয়েন্সিঙের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এবং সেই নমুনা কল্যাণীতে টেস্টের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে তিনি ওমিক্রন না করোনার অন্য কোনও প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। শরীরে সামান্য উপসর্গ থাকায় সৌরভকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। আজকেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ব্যাপারে রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়া পেলেও বাড়িতে তাঁকে আইসোলেশনে থাকতে হবে।