দেশের খবর
এবার মধ্যপ্রদেশের এক ব্যবসায়ীর বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কানপুরের পর এবার মধ্যপ্রদেশের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকা নগদ এবং প্রায় তিন কেজি সোনা উদ্ধার করল আয়কর দফতর। আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশের ওই ব্যবসায়ীর নাম শঙ্কর রাই। বাড়ি দামোহ জেলায়।
ব্যবসায়ী শঙ্কর রাই দামোহ নগর পুরসভার কংগ্রেসের জনপ্রতিনিধি। তাঁর ভাই কমল রাইও ওই পুরসভার একসময়ের ভাইস চেয়ারম্যান ছিলেন। জব্বলপুর আয়কর বিভাগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মা জানিয়েছেন, শঙ্কর রাইয়ের বাড়িতে প্রায় ৩৯ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর নগদ ৮ কোটি টাকা এবং ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। নগদ ৮ কোটি টাকার মধ্যে এক কোটি টাকা মাটির নিচে জলের ট্যাঙ্কের ভিতরে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল। সেই ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয়েছে সোনা। আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, কর্মচারীদের নামে ৩৬টি বাস রয়েছে রাই পরিবারের! এই ব্যবসায়ী পরিবারের সম্পত্তির হদিশ দেওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল আয়কর দফতর।
যুগ্ম কমিশনার মুনমুন শর্মা আরও জানিয়েছেন, তল্লাশি চালাতে গিয়ে যে সমস্ত তথ্য ও নথি তাঁদের হাতে উঠে এসেছে তার ভিত্তিতে আরও তদন্ত ও তল্লাশি চালানো হবে। ফলে সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। মধ্যপ্রদেশের এই ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতরের তল্লাশি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, আয়কর দফতরের কর্মীরা হেয়ার ড্রায়ার দিয়ে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া ভিজে নোট শুকোচ্ছেন। আবার কোনও কর্মী ইস্ত্রি দিয়ে নোট শুকোনোর কাজ করছেন।
গত মাসেই উত্তরপ্রদেশের কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে ১২০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালিয়ে নগদ ১৯৭ কোটি টাকা, প্রচুর সোনা, চন্দন কাঠ, অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। শুধু তাই নয়, পীযূষের মুম্বই, দুবাইয়েও সম্পত্তির হদিশ পেয়েছে আয়কর বিভাগ। যা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। এর মধ্যেই এবার মধ্যপ্রদেশের ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়ি থেকেও বিপুল পরিমাণ নগদ, সোনা ও সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর।