দেশের খবর
এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার সকালেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
তিনিও নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সকলকে সতর্ক করে দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘চিকিৎসকের পরামর্শ মেনে আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা বিগত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি।’ দু’মাস আগেই সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন ফেলেইরো। গোয়ায় তৃণমূলের সংগঠনকে বাড়াতে ডেরেক ও’ব্রায়েন এবং ফেলেইরোকেই বাড়তি দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।