দেশের খবর
এবার করোনা হানা দিল খড়্গপুর আইআইটি-তে, ৩১ পড়ুয়া পজেটিভ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম অমিক্রম। প্রত্যেক দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ওমিক্রন বৃদ্ধির হার যখন ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময় চোখ রাঙাতে শুরু করেছে করোনা। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রত্যেক দেশ বৈদেশিক উড়ান কমাতে শুরু করেছে। করোনা ও ওমিক্রনের জন্য প্রত্যেক দেশে বড়দিনের উৎসব এবং বর্ষবরণের উৎসব বাতিল করতে বাধ্য হয়।
কোথাও জারি হয়েছে লকডাউন। কিন্তু তা সত্বেও করোনা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। এবার করোনা হানা দিল খড়্গপুর আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজে। খবর পাওয়া গিয়েছে, এই কলেজের ৩১ জন পড়ুয়ার করোনা ধরা পড়েছে। সোমবার তাঁদের রিপোর্ট পজেটিভ আসে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী বাড়ি যান। পয়লা জানুয়ারী রাত্রি থেকে তাঁরা আবার ক্যাম্পাসে ফিরতে শুরু করে।
কয়েকজন অসুস্থ বোধ করলে তাদের করোনা টেস্ট করা হয়। তাতেই ৩১ জনের শরীরে করোনা ধরা পরে। আপাতত তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাসদা জানিয়েছেন, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর করোনা টেস্ট করার চেষ্টা চলছে।