আন্তর্জাতিক
এবার জিমেইলেও পাওয়া যাবে ব্লু-টিক, কারা এবং কিভাবে পাবেন এই ব্লু-টিক
সংস্থার দাবী, প্রতারণা রুখতে এই পদক্ষেপ নিয়েছে জিমেইল( Gmail ), তাদের ব্লু টিকটি বর্তমানে আমেরিকায় বেটা ভার্সনে চালাচ্ছে আরে এই ভার্সন যাচাই করুন সম্পন্ন হলে বিশ্বের অন্যান্য দেশেও জিমেইল ব্লু টিক উপলব্ধ থাকবে।

ডিজিটাল ডেস্ক : গোটা ইন্টারনেট জুড়ে ফের একবার গুগল ট্রেন্ডে এবার খোদ গুগল এর জিমেইল। ইন্টারনেটে যে ঠান্ডা যুদ্ধ চলে তা বোঝা বাকি নেই কেউ এবার টুইটার ফেসবুক এর পাশাপাশি জিমেইলেও ব্লু টিক পাওয়া যাবে। সম্প্রতি টুইটারের মালিক ইলন মাস্ক, টুইটারের যাচাই করেন প্রক্রিয়াকে একটা মূল্য বেঁধে দেন।
ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একাউন্টে ব্লু টিক পাওয়া নিয়ে একটা ভালোর ধর কোষাকষি চলে। ফেসবুকে সেই সব ব্যক্তিকে আগে ব্লু টিক দেওয়া হত, যারা চিত্র জগতের তারকা বা বড় কোন গায়ক বা সাংবাদিক এছাড়া সমাজের প্রখ্যাত ব্যক্তিদের একাউন্টের পাশে একটি ব্লু টিক থাকতো। আর এই ব্লু টিক এর মাধ্যমেই তার সোশ্যাল অ্যাকাউন্টটি যে সত্যতা প্রকাশ করত তারই নাম ছিল ব্লু টিক একইভাবে বিভিন্ন সাইটেও এরই উদাহরণ। সম্প্রতি ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ, ঘোষণা করেন তারাও টুইটারের মতোই ব্লু বেজ বা ব্লু টিক সঠিক সত্যতা যাচাইয়ের পর বিক্রি করবে। টুইটার প্রত্যেক মাসে আট ডলার করে, ব্লু টিকের সাবস্ক্রিপশন বিক্রি করছে একইভাবে ফেসবুকও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকায় এই ব্লু টিক বিক্রি করা শুরু করেছে।
অনেকে পিছু হটলেও বহু ব্যক্তি এই সাবস্ক্রিপশন কিনেই নিজের একাউন্টটি বেগুনি করে নিচ্ছে। এবার এই ব্লু টিকের কালে টেক্কা দিতে ফের হাজির গুগলের সংস্থা জিমেইল। সংস্থার দাবী, প্রতারণা রুখতে এই পদক্ষেপ নিয়েছে জিমেইল( Gmail ), তাদের ব্লু টিকটি বর্তমানে আমেরিকায় বেটা ভার্সনে চালাচ্ছে আরে এই ভার্সন যাচাই করুন সম্পন্ন হলে বিশ্বের অন্যান্য দেশেও জিমেইল ব্লু টিক উপলব্ধ থাকবে। শোনা যাচ্ছে জিমেইল তাদের গ্রাহকদের টু ফ্যাক্টর ভেরিফিকেশন এর পরই এই ব্লু টিকটি বিনামূল্যে গ্রাহকদের দেবেন।
আবার অনেক সংবাদমাধ্যমের খবরে উঠে আসছে gmail সামান্য কোন অর্থের বিনিময়েও এই সাবস্ক্রিপশন বিক্রি করবে। যদি এমনটাই হয় এমন ভেবে জিমেইল ফোরামে অনেকেই মন্তব্য করেন যে জিমেইল ব্লু টিক সাবস্ক্রিপশন নিলে কি কি পাওয়া যাবে? অনেকেরই অনুমান বর্তমানে জিমেইল ফ্রিতে ১৫ জিবি জায়গা প্রত্যেক গ্রাহককে দিয়ে থাকেন এবং পরে এই জায়গা বাড়াতে একটি সাবস্ক্রিপশন নিতে হয় তাহলে কি ব্লু টিক সাবস্ক্রিপশন নিলে সেখানে এই ১৫ জিবির পরিধি কি পারবে প্রশ্ন উঠছে।