বাংলার খবর
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দলের মধ্যে বিক্ষোভ সামলাতে নাজেহাল অবস্থা রাজ্য বিজেপি নেতৃত্বের একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ রাজ্য শীর্ষ নেতৃত্বের ওপর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন। এর মধ্যেও পদ্ম শিবিরের রক্তক্ষরণ অব্যাহত।
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। সোমবার বিকেলে টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিছুদিন আগেই বিজেপি ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী। এবার বনি। বনির মা প্রিয়া সেনগুপ্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক। বনির বান্ধবী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। যদিও বিজেপির হয়ে দাঁড়ানো মুকুল রায়ের কাছে তিনি হেরে যান। সেই সময়েই বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে।
এবার তাঁর বিজেপি ছাড়ার সিদ্ধান্তের পরই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। টুইটে বনি লিখেছেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সম্পর্ক শেষ। যা প্রতিজ্ঞা করা হয়েছিল, তা রাখতে পারেনি বিজেপি। তা ছাড়া এই রাজ্য এবং বাংলা ছবির জগৎ নিয়ে যা যা উন্নতিসাধনের কথা বলা হয়েছিল, তা হবে বলে মনে হয় না আমার।’