অদ্ভুত এই জনগোষ্ঠী ! একে অপরের মধ্যে সুস্থ যৌন সম্পর্ক না হলে বিয়ে ক্যান্সেল
Connect with us

ভাইরাল খবর

অদ্ভুত এই জনগোষ্ঠী ! একে অপরের মধ্যে সুস্থ যৌন সম্পর্ক না হলে বিয়ে ক্যান্সেল

Dwip Narayan Chakraborty

Published

on

Rate this post

নিউজ ডেস্ক : ছত্তীসগঢ়ের আদি জনগোষ্ঠী ‘গোন্ড’। এছাড়া তাদের এক অংশের নাম বাইসন হর্ন মারিয়া। বাইসনের শিং ব্যবহার করার কারণে তাদের এই নামকরণ বলে শোনা যায়। এখন অনেকে বন মহিষের বদলে হরিণ বা অন্য কোনও প্রাণীর শিং ব্যবহার থাকেন। ছত্তীসগঢ়ের জগদলপুরের এই জনগোষ্ঠীর আদি বিশ্বাস, বিয়ের আগে নারী এবং পুরুষের মধ্যে সহবাস সম্পর্ক আবশ্যক। এবং সেই সম্পর্কে কেউ খুশি না হলে তারা আর সেই ছেলে বা মেয়ে কে বিয়ে করেন না।

‘গোন্ড’রা বিশ্বাস করেন, বিয়ের আগে নারী এবং পুরুষের যৌন সম্পর্কই দাম্পত্যের বন্ধন অটুট করে। তাই একে অপরের মধ্যে সুস্থ যৌন সম্পর্ক স্থাপনে খুশি হলে তবে নারী ও পুরুষের বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও যদি কারও অন্য কোনও নারী বা পুরুষকে ভালো লাগে, তখনও তারা বিনা বাধায় বর্তমান সম্পর্ক মুছতে পারেন।

তারা মনে করেন, দুজনের মধ্যে ভালবাসা না থাকলে সেই সম্পর্ক ধরে রাখার কোনও অর্থ নেই। তাই এক সঙ্গীকে ছেড়ে অন্য সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতাটা স্বামী স্ত্রী উভয়েরই আছে। এ ছাড়া বিয়ের আগে কোনও নারীর সন্তান হলে, তাকেও নাকি খুব স্বাভাবিকভাবে আপন করে নেয় পুরো পরিবার।

Advertisement

আবার কোনও নারীর স্বামীর মৃত্যু হলে শ্বশুরবাড়ির লোকেরাই বিধবার জন্য পাত্র খোঁজেন। জমকালো বিধবাবিবাহের আয়োজন করা হয় আর এই ধরনের বিশেষ উৎসবও রয়েছে তাদের। যেখানে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় পুরুষ ও মহিলারা উল্লাসে মেতে ওঠেন।

১৯৩৮ সালে প্রকাশিত ব্রিটিশ আমলা ডাব্লিউভি গ্রিগসনের বইয়ের সূত্র ধরে সম্প্রতি এই জনগোষ্ঠীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। গ্রিগসনের লেখা ‘দ্য মারিয়া গোন্ডস অব বস্তার’ দীর্ঘ দিন ধরে বিশ্বের নামী বিশ্ববিদ্যালগুলোর পাঠ্যক্রমে রয়েছে। সেই বই যাচাই করে দেখা গেছে, এখনও সেইসব নিয়ম মেনে চলে এই জনগোষ্ঠী।

তবে এই জনগোষ্ঠীর কথা যত ছড়িয়েছে তাদের জীবনযাত্রা দেখতে ভিড় বেড়েছে পর্যটকদের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ক্রমশ শহুরে সভ্যতা ও বিদেশি পর্যটকদের ভিড় এই জনগোষ্ঠীর মানুষের মনে অন্য রকম প্রভাব ফেলতে পারে।

Advertisement

আরও পড়ুন – নয়া ভোগান্তির মুখে রেল যাত্রীরা গুনতে হবে বাড়তি টাকা তার ওপর বসবে অতিরিক্ত GST

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.