লাইফ স্টাইল
রান্না ঘরের এই মশলার আছে চুলের যত্ন নেওয়ার গুণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :তেজপাতা আমাদের কাছে অতি পরিচিত একটি মশলা। সবার রান্নাঘরেই এই উপাদান সব সময়ই মজুত থাকে। তেজপাতা রান্নার স্বাদ-গন্ধ বাড়ায় ,আবার তেজপাতা দিয়ে চা আমাদের শরীরের নানান উপকারে আসে। কিন্তু এই তেজপাতা চুলেরও যত্ন নিতে সক্ষম সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চুলের নানা সমস্যা কিন্তু এই তেজপাতা মেটাতে পারে। আসুন জেনে নি তেজপাতার এই গুণের কথা তবে তা কিভাবে ব্যাবর করতে হবে সেটাও জেনে নিতে হবে।
১) খুশকি দূর করে
খুশকি দূর করতে আপনারা তেজপাতার তেল ব্যবহার করতে পারেন। প্রথমে তেজপাতা গুঁড়ো করে নিয়ে তারপর সেটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণটিকে ৫-৭ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এরপর তুলো বা কাপড়ের টুকরো দিয়ে মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন। তারপর ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন করে দেখুন ,নিশি উপকার পাবেন।
২) চুল পড়া কমায়
তেজপাতা চুল পড়ার সমস্যা থেকে বাঁচাতে পারে। তার জন্য আপনাকে ১০ থেকে ১১ টি তেজপাতা ভালো করে ধুয়ে সেগুলিকে ১ লিটার ফুটন্ত জলে ফেলে দিন। তারপর মোটামুটি ৬ মিনিট মত ফুটিয়ে নিয়ে জল ঠান্ডা হলে তেজপাতা গুলি তুলে নিন। এবার সেই জল দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন এটা করলে খুব তাড়াতাড়ি চুল পড়া থেকে নিষ্কৃতি পাবেন।
৩) শুষ্ক চুলে আনে প্রাণ
রুক্ষ-শুষ্ক চুল আমাদের চিন্তা বাড়ায় কিন্তু তেজপাতা এই চিন্তা দূর করতে পারে সহজেই। দুকাপ জলে পাঁচটা মতো তেজপাতা ফুটিয়ে নিন তারপর জল আলাদা করে নিন। পরে শ্যাম্পুর পর সেই জল দিয়ে চুল আর একবার ধুয়ে নিন। এই রকম করলে আপনি আপনার রুক্ষ-শুষ্ক চুলের হাত থেকে রেহাই পাবেন তাড়াতাড়ি।