আন্তর্জাতিক
ব্যবসায় নাই কোনরকম ধারণা, তারপরেও ডুবতে ডুবতে নয় হাজার কোটি টাকার মালিক এই ব্যক্তি

বেঙ্গল এক্সপ্রেসসঃ সুগুনা চিকেন আউটলেট তো আমরা প্রায় সবাই চিনি ও বিভিন্ন জায়গায় দেখে থাকি। কিন্তু এই কোম্পানির রহস্য কি জানেন, কি করে এত বড় হল এই কোম্পানি। সুগুনা গ্রুপের চেয়ারম্যান তথা বি সুন্দর রাজন ও তার ভাই জিবি সুন্দর রাজন আজ কোটি কোটি টাকা কামাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন এত বড় ব্যবসায়ী হয়েও তিনি কখনো ব্যবসা বিষয় নিয়ে পড়াশোনা করেননি।
তারপরও এত বড় কোম্পানি কি করে টিকিয়ে রাখলো চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই। আজ তাদের কথায় জানবো আমরা। তাদের এই কাহিনীটি শুরু হয় 1978 সাল থেকে। স্কুলের পড়াশোনা শেষ করতে না করতে বাবার কথা মত রোজগারের পথে বেরিয়ে পড়েন । তিনি প্রথমে ভাবেন যে 20 একর জমিতে সবজি চাষ করবেন। ভাবা মাত্রই কাজ শুরু ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেও লাভ তো হয়নি বরং উল্টে লস হয়েছে অনেক বড়। এরপর সিদ্ধান্ত বদলে হায়দ্রাবাদে কৃষি মোটর উৎপাদন সংস্থা যোগদান করেন তিনি। কিন্তু নিজের কিছু করবেন বলেই ভেবেছিলেন তিনি।
প্রতিনিয়ত নিজের কিছু করবেন বলে স্বপ্ন দেখতেন তিনি। একদিন সে স্বপ্ন পূরণ করবার জন্য 1986 সালে তিনি শুরু করেন সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড। মাত্র 5 হাজার টাকা দিয়ে সেই সময় একটি ছোট্ট পোল্ট্রি ফার্ম শুরু করেছিলেন সুগুনা কোম্পানির চেয়ারম্যান। 1990 সালে তিনি তিনটি মুরগির খামারেচার শুরু করেন। এবং 1997 সালে তিনি সাফল্যের মুখ দেখেন। 1990 থেকে 1997 এর অব্দি যে জার্নিটা অনেকেই অনেক কথা শুনিয়েছে এমনকি তাকে নিয়ে হাসাহাসিও করেছে। কিন্তু তিনি হাল ছাড়েননি। শক্ত করে ধরেছিলেন। নিজের স্বপ্নের উপর টিকে রয়েছিলেন আর সেই কারণেই আজ এত বড় হয়েছে তার কোম্পানি। 1997 সালের টার্ন ওভার ছাড়িয়ে যায় সাত কোটি টাকার ঊর্ধ্বে।
আরও পড়ুন-ভারতের নতুন ধন কুবের কে? কত নাম্বারে রয়েছে মুকেশ আম্বানি? নতুন তালিকা দেখলে আপনি চমকে যাবেন
আজ সেই কোম্পানি 2023 সালে সারাদেশে প্রায় 40 হাজারেরও বেশি কৃষকের রোজগারের স্থান হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায় সাফল্য পাওয়ার পরও তাদের সমস্যা কিন্তু কমে যায়নি। অনেকেই অনেক নিয়ম মেনে চলেন যেমন শ্রাবণ মাসে অনেকে মাংস-কান্না পুরো নিরামিষ ভোজী হয়ে যান আর এই টাইমটাতেই তাদের অনেক লোকসান হত। তখন ওই টাইমটা দেই তারা প্রযুক্তের সাহায্য নিয়ে অনেক বড়সড় বদল নিয়ে এসে বাড়িয়ে ফেলে তাদের ব্যবসা। তারা কোয়েম্বাটরে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করেন। সেই ডাটাবেসের সাহায্য ে তখন তারা সাপ্লাই চেইন লজিস্টিক এবং অন্যান্য ডাটা পয়েন্টসহ বহু কাজের সাথে যুক্ত হন। আজ তারা শুধু সেখানেই থেমে নেই তারা এখন দুগ্ধ যত পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সঙ্গে যুক্ত হয়েছেন।
তারা শুধু দেশের মধ্যেই না দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে যেমন বাংলাদেশ কেনিয়া শ্রীলঙ্কা প্রভৃতি দেশ ও তাদের রপ্তানি বাড়িয়ে তুলেছে। 2023 শে সুগুনা চিকেন কোম্পানি মোট টার্ন ওভার করেছে ৯ হাজার কোটি টাকার উপরে দেশের প্রায় 18 টি রাজ্যজুড়ে অন্য ৯ হাজার গ্রামে হাজার কৃষক নিয়ে 100 মিলিয়ন বর্গফুট এ কাজ চলছে । তাছাড়াও বর্তমানে ওই কোম্পানি 40 লক্ষ টন মুরগির মাংস উৎপাদন করেছে এবং সারা দেশে তাদের শাখার সংখ্যাও 250 তে পৌঁছেছে এমনকি 6000 জনেরও বেশি কর্মচারী ওই কোম্পানির সঙ্গে যোগ হয়েছে। এমনকি অনেকেই ওই কোম্পানিতে কর্মচারী যোগদান করেছে। নতুন ব্যবসায়িকদের জন্য ওই কোম্পানি যেন আইডল।