৭৫ বছর পর নিজের বাড়িতে পৌঁছলেন এই পাকিস্তানি মহিলা
Connect with us

ভাইরাল খবর

৭৫ বছর পর নিজের বাড়িতে পৌঁছলেন এই পাকিস্তানি মহিলা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যে বাড়িতে জন্ম হয়েছে, যে বাড়িতে ১৫ বছর কাটিয়েছেন, যে বাড়িতে বড় হয়ে উঠেছেন, সেই বাড়িতে ৭৫ বছর পর ফিরলেন পাকিস্তানি মহিলা। ৯০ বছর বয়সী ওই মহিলার নাম রীনা ভার্মা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ৭৫ বছর আগে দেশভাগে বেদনা নিয়ে মাত্র ১৫ বছর বয়সে ভারতে এসে পৌঁছেছিলেন রীনা। বর্তমানে নিজের ভিটে বাড়ি দেখতে ভারত থেকে পাকিস্তানে যান তিনি। সম্প্রতি, যখন তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছিলেন তার পৈতৃক বাড়ি দেখতে, তখন তার চোখ জলে ভরেছিল। এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন পুরনো স্মৃতি। রীনা ভার্মা বলেছেন, আমার সত্যিই মনে হচ্ছে আমি বাড়ি ফিরে যাচ্ছি। ৭৫ বছর পর নিজের বাড়ির দোরগড়ায় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। শনিবারি পাকিস্তানে পৌঁছান তিনি।

প্রসঙ্গত, ৯০ বছর বয়সী রীনা ভার্মার ইচ্ছা ছিল পৃথিবী ছাড়ার আগে তিনি পাকিস্তানের বাড়িতে একবার আসতে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, রীনা ভার্মাকে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য তিন মাসের ভিসা দেওয়া হয়েছে। তিনি তিন মাস পাকিস্তানে থাকতে পারবেন। এর আগে বেশ কয়েকবার ভিসার জন্য আবেদন করলেও ভিসা পায়নি সে। তবে চলতি বছর পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে তার ইচ্ছা প্রকাশ করে টুইটারে ট্যাগ করেন তিনি, এরপর তার জন্য পাকিস্তানের ভিসার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement