Uncategorized
এখানেই আছে ভারতের শেষ দোকান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের শেষ প্রান্তের এক জেলা চামোলি। জেলাটি উত্তরাখন্ড রাজ্যের অন্তর্গত। চামোলির একটি গ্রাম যার নাম মানা। চামোলি যেহেতু সীমান্তবর্তী জেলা তাই এর অন্তর্গত মানা গ্রামে আছে আমাদের দেশের শেষ দোকান। এই জায়গাটি পর্যটকদের কাছে ভীষণ পছন্দের।
সেলফির যুগে এরকম জায়গা যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। একান্ত কাঙ্খিত এই জায়গাটি সেলফি প্রেমীদের কাছে। মানাতে অবস্থিত শেষ দোকানটিকে ঘিরে এখনও অবধি কম সেলফি হয়নি। দারুন জনপ্রিয়তা অর্জন করেছে মানার এই দোকান। দোকানটির বোর্ডে লেখা আছে ‘হিন্দুস্তান কি অন্তিম দুকান’। ভাবলেই বেশ আলাদা রকম অনুভূতি জাগে। এছাড়াও, অনেকের ধারণা এই দোকানের পর থেকেই পাওয়া যায় একেবারে স্বর্গের পথ। স্থানীয় বাসিন্দারা মনে করেন যে মানা গ্রামের সঙ্গে মহাভারতের এক বিশেষ সম্পর্ক আছে।
এই মানা’র পুরানো নাম ছিল মণিভদ্রপুরম। এখান থেকেই না কি পাণ্ডবেরা সোজা স্বর্গে গিয়েছিলেন। ভারতের এই শেষ দোকানটি স্থাপিত হয়েছিল ২৫ বছর আগে। চন্দর সিং বারওয়াল নামের এক ব্যক্তি এই দোকানটি খোলেন। তারপর থেকেই জনপ্রিয়তা এই দোকানের। এই দোকানে চা তো পাওয়া যাইই, এছাড়া এখানকার সুস্বাদু ম্যাগিও খুব বিখ্যাত। এই দোকানের পরিচিতি আরও বাড়ে যখন ভারতের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়াতে তাঁর অফিসিয়াল এক একাউন্ট থেকে এই দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার সেলফি পোস্ট করেন। মিঃ মাহিন্দ্রার এই পোস্ট এরমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর তার সঙ্গে মানার এই দোকান পেয়েছে আরও জনপ্রিয়তা।