বাংলার খবর
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম জড়িয়ে গেল শিক্ষামন্ত্রীর নাম !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম জড়িয়ে গেল শিক্ষামন্ত্রীর নাম! শুক্রবার, হাইকোর্টের নির্দেশে সাক্ষী দিতে গিয়ে এসএসসি’র তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এক নথির পরিপ্রেক্ষিতে জানান, একটি কোনও বিষয় তাঁকে দেখার জন্য লিখিত অনুরোধ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়।
আদালত তাঁর সেই বক্তব্য নথিবদ্ধ করেছে। আদালতের অন্য একটি প্রশ্নের জবাবে এসএসসি’র তৎকালীন উপদেষ্টা জানান, এমন অন্তত শ-দুয়েক সমস্যা নিয়ে আসা মানুষের ব্যাপারে দেখার জন্য তিনি সমরজিৎ আচার্য সহ এসএসসির তিনজনের যে পরীক্ষা নিয়ামক কমিটি রয়েছে, তাঁদের কাছে পাঠিয়েছিলেন। যদিও শুক্রবার উপদেষ্টা নানান সময় একই প্রশ্নের নানান রকম উত্তর দেওয়ায় আদালত তাঁকে বিভ্রান্তি তৈরির অভিযোগে চরমভাবে ভর্ৎসনা করেন। কখনও তিনি লিখিত নথি দেখে স্বীকার করেন, শিক্ষক নিয়োগের ওই সুপারিশ পত্র দেওয়ার জন্য তিনি সমরজিৎ আচার্যদের কাছে পাঠিয়েছিলেন, আবার পরে বলেন, কোনও নতুন সুপারিশ তিনি করতে বলেননি।
তিনি শুধুমাত্র শিক্ষক হিসেবে কর্মরত কারও কারও ক্ষেত্রে কোনও অফিস সংক্রান্ত সমস্যা থাকলে, তার সেই বিষয়টি দেখে নেওয়ার জন্য সুপারিশ করতেন। যা নিয়ে বিরক্ত আদালত এক সময় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দেয়। এমনকি এই নিয়োগ দুর্নীতির মামলায় এমন সব নথি এবং সাক্ষ্য আসছে এবং এমন সব নাম জড়িয়ে পড়ছে তাতে সিবিআই তদন্ত ছাড়া গতি নেই বলেও মন্তব্য করে আদালত। যদিও শেষ পর্যন্ত শুনানি শেষ করে ২৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের এমন ভাবে দীর্ঘ দিন ধরে সাক্ষ্য গ্রহণ ও নথি ভুক্ত করে কার্যত তদন্তের কাজ এগিয়ে দেওয়ার ঘটনা অতীতে কবে হাইকোর্টে ঘটেছে, তা মনে করতে পারছেন না আইনজীবীরা।