১৫ বছরের এই কিশোর ইউক্রেন যুদ্ধের ‘নায়ক’
Connect with us

আন্তর্জাতিক

১৫ বছরের এই কিশোর ইউক্রেন যুদ্ধের ‘নায়ক’

Dwip Narayan Chakraborty

Published

on

অন্দ্রি পোকরাসা
Rate this post

ডিজিটাল ডেস্ক : বয়স মাত্র ১৫ বছর নাম অন্দ্রি পোকরাসা বর্তমানে ইউক্রেনে নায়ক হিসেবে সমাদৃত হচ্ছে। ইন্টারনেটে  সে ‘ড্রোন বয়’ হিসেবে পরিচিত হয়েছেন। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাবস্থায় সে তার ছোট রিমোট ড্রোন ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় সামরিক অভিযানে সহায়তা করার পর থেকে তার এই সুনাম তৈরি হয়েছে। সদ্য এক প্রতিবেদন থেকে জানা যায় অন্দ্রি পোকরাসার এই সহযোগিতাকে কুর্নিশ জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।

অন্দ্রি মূলত তার বাবাকে প্রথমে সাহায্য করেছিল। ইউক্রেনের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রথম দিকের দিনগুলোতে রাশিয়ান বাহিনী অগ্রসর হওয়ার স্থানাঙ্ক পাঠিয়েছিল অন্দ্রি। জীবনের ঝুঁকি নিয়ে সে এই কাজ করেছিল। অন্দ্রি বলেছে, ‘আমার মা প্রথমে খুব ভয় পেয়েছিল। কিন্তু এখন সে গর্বিত। কারণ আমরা ভালোভাবে কাজটি করেছি, আমরা সুস্থ আছি এবং আমরা সাহায্য করতে পেরেছি। ’ অন্দ্রি জানায়, তারা একটি স্থানীয় গ্রামের গ্রুপে পোস্ট করেছে যে, তাদের একটি ড্রোন আছে এবং সে এটি চালাতে পারে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ইউরি কাসিয়ানভ নামের এক ব্যক্তি সেখানে প্রতিক্রিয়া জানান। অন্দ্রির বয়স সম্পর্কে তিনি জানতেন না।

ইউক্রেনের শহর কিয়েভের বাইরে অন্দ্রির নিজের গ্রাম কোলনসচিনার নিকটবর্তী একটি গ্রাম মাকারিভে ড্রোন দিয়ে রাশিয়ান বাহিনীর যানবাহন অগ্রসর হওয়ার ওপর বিশেষ নজর রাখতে বলা হয় ১৫ বছর বয়সী অন্দ্রিকে। অন্দ্রি বলেছে, ‘সেখানে জ্বালানির ট্রাক, ট্যাংক, কামান, সশস্ত্র কর্মী বহনের গাড়ি ছিল। আমি ড্রোন দিয়ে তাদের অনুসরণ করি এবং ছবি তুলি। তারপর ড্রোন দিয়ে ওই জায়গার স্থানাঙ্ক সংগ্রহ করি। ’ স্থানাঙ্কগুলো কাসিয়ানভকে দেওয়ার পর ইউক্রেনের বাহিনী কয়েক মিনিটে রাশিয়ান বাহিনীর সেই বহরকে ধ্বংস করে দেয় বলে জানা যায়। এ ছাড়া তারা বিস্ফোরণের এতটাই কাছে ছিল যে, তাদের সে এলাকাটি খালি করতে হয়েছিল। অন্দ্রি বলেছে, ‘কাসিয়ানভ আমাদের জন্য একটি সবুজ করিডর বানিয়েছিলেন। তিনি আমাদের মাঠের মধ্য দিয়ে জাইটোমির হাইওয়েতে চলে যেতে বলেছিলেন। সে জায়গাটি ইতিমধ্যে মুক্ত করা হয়েছে। ’

Advertisement

অন্দ্রি যখন তার বন্ধুদের রাশিয়ান বাহিনীকে পরাজিত করতে সাহায্য করার ঘটনা বলেছিল তখন তারা বিশ্বাস করেনি। কিন্তু পরে টিভিতে দেখে বিশ্বাস করে। প্রায় এক হাজার শিশু এই যুদ্ধে আহত এবং নিহত হয়েছে। ইউনিসেফের হিসাব মতে, পাঁচ মিলিয়নেরও বেশি ইউক্রেনের শিশু দেশে এবং বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে রয়েছে। যাদের ব্যাপক মানবিক সহায়তার প্রয়োজন।

আরও পড়ুন – ছেলেটাকে চেনেন ? বলুন তো কে এই সফল ব্যাবসায়ী ! আরও ছবি রইল নীচে

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.