ভাইরাল খবর
ভাংড়া করে চুরি করল চোর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিবালোকে চুরি, তারপরই উঠে এল এক আশ্চর্যজনক ঘটনা। চোরের কাণ্ড দেখে রীতিমত মাথায় হাত নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে। ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিতে দেখা গিয়েছে, একটি সেলুনে দিবালোকে চুরি করতে ঢোকে এক ব্যক্তি। কিন্তু সেই সময় দোকানে থাকা সকল কর্মচারী ঘুমাচ্ছেন। এরই মধ্যে টেবিলে থাকা মোবাইল তুলে ভাংড়া করতে থাকেন ওই চোর। চুরি করতে এসে রীতিমত ফুর ফুরে মেজাজ ওই ব্যক্তি। মুখে ভয়ের বিন্দুমাত্র লেশটুকু নেই।
দিবালোকে চুরি, তারপরই উঠে এল এক আশ্চর্যজনক ঘটনা। চোরের কাণ্ড দেখে রীতিমত মাথায় হাত নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে। ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়।#BreakingNews #ViralVideo #BengalXpress pic.twitter.com/oRooIKax8S
— Bengal Xpress (@bengal_xpress) June 6, 2022
পরবর্তীতে অবশ্য, চোরকে দেখা গিয়েছে আসতে আসতে সিসিটিভি ক্যামেরা অন্য দিকে ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দোকান মালিক জানান, এই সময় দোকানের শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন। ঘটনাটি ঘটে, দশমেশ নগর চাঁদের কাছে একটি সেলুনে।
জানা গিয়েছে, ওই দোকান থেকে নগদ ২৭০০ টাকা ও মোবাইল চুরি করে পালিয়ে যায় চোর। কর্মচারীদের ঘুম ভাঙলে ঘটনাটি জানা যায়। সেখানে মোবাইল না পেয়ে সিসিটিভি ফুটেজ স্ক্যান করলে চুরির ঘটনা ধরা পড়ে।