বাংলার খবর
পাকিস্তানে দাঁত মাজতেও দিত না: জওয়ান পূর্ণমের ভয়াবহ অভিজ্ঞতা

শরীরে কোনও আঘাতের দাগ নেই, কিন্তু মনের ভিতর রয়ে গেছে এক অদৃশ্য যন্ত্রণা। পাকিস্তানের জেল হেফাজতে ২১ দিন ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ (Purnam Kumar Shaw)। শারীরিক নির্যাতন না হলেও, মানসিকভাবে ভেঙে দেওয়ার একের পর এক কৌশল নিয়েছিল পাক সেনা। তাঁকে দাঁত মাজতে দেওয়া হতো না, ঘুমোতে বাধা দেওয়া হতো। দেওয়া হতো অপমানজনক কটুক্তি, চলত মানসিক চাপ সৃষ্টির চেষ্টা।
গত ২৩ এপ্রিল, ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। তখনই তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তান সেনা। এর পর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ— কোথায় কত বিএসএফ মোতায়েন রয়েছে, এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাঁর দিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন – ভিডিও কলে স্ত্রীর চোখে চোখ, কান্নায় ভেঙে পড়লেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ
পাকিস্তানে অন্তত তিনটি জায়গায় ঘোরানো হয়েছিল পূর্ণমকে, চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল এক জায়গা থেকে আর এক জায়গায়। একটি জায়গা ছিল কোনও এয়ারবেসের কাছাকাছি— কেননা, সেখানে স্পষ্ট শোনা গিয়েছিল যুদ্ধবিমানের শব্দ। একটি জায়গায় রাখা হয়েছিল সেলবন্দি করে। পোশাক ছিল সাদা, কোনও উর্দি ছিল না সেই সময়কার প্রশ্নকারীদের গায়ে।
তাঁর কাছে মোবাইল ফোন না থাকায় কিছু ‘নম্বর’ জোগাড়ের চেষ্টা ব্যর্থ হয়। সেখানেও চলে মানসিক খোঁচা।
পরিবার এই বিষয়ের গভীরে না গিয়ে বরং ছায়ায় ঢাকা রেখেছে বিষয়টিকে। স্ত্রী রজনী বলেন, “ও পুরো সুস্থ আছে। তবে মানসিক চাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ও নিজেই খুব একটা খোলসা করে কিছু বলেনি। আমি জোর দিইনি।”
এই ঘটনার পরেও পূর্ণমের সাহস ভাঙেনি। দেশের সেবায় ফিরতে প্রস্তুত এই বাঙালি জওয়ান, যার মনোবলই পাক সেনার সব প্রশ্নের জবাব।