Uncategorized
ধূমপানের নেশা ছিল, সেই নেশার আগুনই কাড়ল জীবন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নাম সনৎ চক্রবর্ত্তী। বয়স ৫৯ বছর। খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী কর্মী। ওই প্রৌঢ়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের তালবাগিচার ছাতিমতলায়। সারাদিনে যতই কাজ থাক ধূমপান করা তাঁর একটা বহু পুরনো নেশা। সুযোগ পেলেই ধূমপান করতেন।
কাজের জায়গা হোক বাড়ি, অনেকেই তাঁকে ধূমপান ছাড়তে বলেছেন। কিন্তু ধূমপান ছাড়েননি। আর সেই ধূমপানের আগুনেই পুড়ে মৃত্যু হল সনৎ চক্রবর্তীর। জানা গিয়েছে, সনৎ চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই স্নায়ু রোগে ভুগছিলেন। তবুও ধূমপান ছাড়েননি। বুধবার রাতে খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে ঘুমিয়ে পরেন। কিন্তু কিছুক্ষণ পর রাত ১১টা নাগাদ বাড়ির লোকজন লক্ষ করেন ওই ঘর থেকে ধোঁয়া আসছে।
পরিবারের লোকজন তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। তবে পরিবারের লোকজন দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত সনৎ চক্রবর্তীর দাদা বাবলু চক্রবর্তী জানিয়েছেন, ‘ আমার দাদা স্নায়ুর রোগে ভুগছিলেন। ওর চিকিৎসা চলছিল। তবে খুব ধূমপানের নেশা ছিল।’ পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেটের আগুন থেকেই আগুন লেগে মৃত্যু হয়েছে সনৎ চক্রবর্তীর। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।