বাংলার খবর
কাঁথি পৌরসভায় অধিকারী পরিবারের প্রতিনিধি থাকল না!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব মেদিনীপুর জেলা মানেই রাজনৈতিক বিশ্লেষকরা বোঝেন অধিকারী গড়। গত কয়েক বছর ধরেই পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতি অধিকারী পরিবারের দখলে। পূর্ব মেদিনীপুর জেলা তো বটেই, কাথি পৌরসভা ছিল এই পরিবারের দখলে। দীর্ঘ ৩০ বছর কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন শিশির অধিকারী।
এছাড়া তা তাঁর ছেলে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী, সবাই কাউন্সিলর এবং চেয়ারম্যানের পদ সামলেছেন। গত পুর বোর্ডে চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু অধিকারী। এবার সেই ধারায় ইতি পরতে চলেছে। কাঁথি পৌরসভা গঠনের পর এই প্রথম কাঁথি পৌরসভায় অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি থাকবেন না।
কারণ আগামী পৌরসভা নির্বাচনে বিজেপি তাদের প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে সেই তালিকায় কোনও অধিকারী পরিবারের সদস্যের নাম নেই। যা দেখে টিপ্পনী কাটতে শুরু করেছে তৃণমূল। কিন্তু সেই টিপ্পনীতে পাত্তা দিতে নারাজ বিজেপি ও অধিকারী পরিবার। সূত্রের খবর, শিশির অধিকারী অসুস্থ, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাই প্রার্থী হচ্ছেন না। সাংসদ দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল সংসদ, ফলে তিনি প্রার্থী হবেন না। বিগত পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দুও এবার প্রার্থী হননি।