বাংলার খবর
পাঁচ বছরের জন্য কলকাতা পুরসভায় রইল না কোনও বিরোধী দল ও বিরোধী দলনেতা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আগামী পাঁচ বছরের জন্য বিরোধীদল এবং বিরোধী দলনেতা পেল না কলকাতা পুরসভা। বিরোধী দলনেতার চেয়ারে বসার মত কেউ রইল না। ২০১৫ সালের পুর নির্বাচনে ১৪৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১১৪ আসন এবং বামেরা পেয়েছিল ১৫ আসন।
বিজেপি ৭ এবং কংগ্রেস ৫ এবং অন্যান্যরা ৩ আসন পেয়েছিল। বিরোধী দল হয়েছিল বামফ্রন্ট এবং বিরোধী দলনেত্রী হয়েছিলেন ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না রায় মজুমদার। চিফ হুইপ হন ১১১ নম্বরের কাউন্সিলর চয়ন ভট্টাচার্য। এবারে দু’জনেই পরাজিত হয়েছেন। কিন্তু আগামী পাঁচ বছরের জন্য আর এই পদে কেউ থাকতে পারবেন না। ফলাফল বেরনোর পর দেখা যায় বিজেপি মাত্র ৩, বামেরা ২ এবং কংগ্রেস ২ আসনে জিতেছে।
বিরোধী দলের মর্যাদা পেতে হলে অন্তত ১০ শতাংশ আসন জিততে হতো। কিন্তু কোনও রাজনৈতিক দলই সেই সংখ্যায় পৌঁছতে পারেনি। বিরোধী দলের মর্যাদা পেতে হলে অন্তত ১৫ আসন জিততে হতো। কিন্তু দুই অঙ্কের আসন কোন রাজনৈতিক দল জিততে পারেনি। ফলে আগামী পাঁচ বছরের জন্য কলকাতা পুরসভার বিরোধীদলের আসনটি ফাঁকাই থেকে যাবে।