বাংলার খবর
তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কোনও শব্দ নেই রাজ্যভাগ নিয়ে ফের হুঁশিয়ারি অভিষেকের

বেঙ্গল এক্সপ্রস নিউজ: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু হয় না। একটাই বাংলা। মঙ্গলবার ধূপগুড়ি ফুটবল ময়দানের জনসভা থেকে এইভাবেই রাজ্য ভাগের বিরুদ্ধে আবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে কিছুটা ভালো ফল করেছিল বিজেপি। তারপর থেকেই বিজেপি সাংসদ, বিধায়করা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জোরালোভাবে তোলেন। মঙ্গলবার তাদেরই চাঁচাছোলা ভাষায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরিষ্কার জানিয়ে দিলেন, উত্তরবঙ্গ বলে কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলা ভাগ হতে দেবেন না। শুধু তাই নয়, ৬ মাসের মধ্যেই উত্তরের জেলাগুলিকে উত্তরবঙ্গ বলার প্রবণতাও কমাতে চান বলে জানিয়েছেন।
এদিন অভিষেক বলেছেন, ‘আমার উত্তরবঙ্গ শুনতে ভালো লাগে না। আমার এই জেলা সফরকেও উত্তরবঙ্গ সফর বলতে রাজি নই। আমি যখন ব্যারাকপুরে, ঝাড়গ্রামে, ডায়মন্ড হারবারে যাই তখন তো দক্ষিণবঙ্গ সফর বলা হয় না। তাহলে আমি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়িতে এলে কেন উত্তরবঙ্গ সফর বলা হবে? কেন জলপাইগুড়ি সফর, আলিপুরদুয়ার সফর বা ধূপগুড়ি সফর বলব না?’
তারপরই হুঁশিয়ারি সুরে অভিষেক জানিয়ে দেন, কোনও মতেই তাঁরা বাংলা ভাগ হতে দেবেন না। অভিষেক বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন রাজ্য ভাগ হবে না। কোনও পৃথক রাজ্য হবে না। আজ থেকে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কোনও শব্দ থাকবে না। শুধু থাকবে পশ্চিমবঙ্গ। চক্রান্ত করে বাংলা ভাগ করা যাবে না। বিজেপি সহ অন্যান্য যারা চক্রান্ত করে বাংলা ভাগ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। কেউ সাহস থাকলে বাংলা ভাগ করে দেখান। কড়ায়-গন্ডায় তার জবাব দেব। নাহলে আমার নামও অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।’