খেলা-ধূলা
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি, টেস্ট, ওডিআই দলে জায়গা হল না বিরাটের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সময়টা মোটেও ভালো যাচ্ছিল না অনেকদিন ধরেই। দলের পারফরমেন্স একদিকে যেমন তলানিতে নামছিল, ঠিক তেমনই অনেকদিন ধরেই ব্যাটেও রান নেই। সেঞ্চুরিরও দেখা নেই অনেকদিন ধরেইই। ফলে চাপ বাড়ছিল বিরাট কোহলির ওপর।
প্রথমে টি-টোয়েন্টি, ওডিআই অধিনায়কত্ব ছেড়ে দিলেও, ধরে রেখেছিলেন টেস্ট দলের অধিনায়কত্ব। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর নিজে থেকেই টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। এর মধ্যেই আরও খারাপ খবর পেলেন বিরাট। আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি, ওডিআই এবং টেস্ট দল থেকেও বাদ পড়লেন বিরাট। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা জায়গা পেলেও স্থান হয়নি বিরাট কোহলির।
টেস্ট দলের অধিনায়ক হয়েছেন কেন উইলিয়ামসন, ওডিআই এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। গত বছর টেস্টে রোহিত শর্মা ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান করেছিলেন। পাশাপাশি পন্থ ১২ টেস্ট খেলে করেছেন ৭৪৮ রান। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার জন্য গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অপরদিকে, অশ্বিন ৯ টেস্ট খেলে ৫৪ উইকেট পেয়েছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে, বিরাট কোহলি তাঁর পারফরমেন্সের জন্যই আইসিসি বর্ষসেরা দল থেকে ছিটকে গেলেন।