বাংলার খবর
বাংলায় ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও জায়গা নেই! বিশাল জয়ের পর বিজেপিকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল ট্রেন্ড। কলকাতা পুরভোটে দলের বিশাল জয় নিশ্চিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি টুইটে করে লেখেন, ‘কলকাতার মানুষ আবারও প্রমাণ করে দিয়েছেন, বাংলায় ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও জায়গা নেই। এই বিপুল সংখ্যক মানুষের রায়ের জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উন্নয়নের যে লক্ষ্য আমরা নিয়েছি, তার প্রতি আমরা সবসময় নিয়োজিত থাকব এবং কখনও এই পথ থেকে বিচলিত থাকব না।’ প্রসঙ্গত পুরো ভোটের প্রচারে দলীয় কর্মী, সমর্থকদের শান্তিপূর্ণভাবে ভোট করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কোনও বেনিয়ম হলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
রবিবার ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছিল বিরোধীরা। ভোট দিতে এসেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকার প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক স্তরে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।