রাজ্যে কোনও গণতন্ত্র নেই! বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ রাজ্যপালের
Connect with us

আন্তর্জাতিক

রাজ্যে কোনও গণতন্ত্র নেই! বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ রাজ্যপালের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। আগে বিভিন্ন ইস্যুতে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরকে। কখনও সরকারের তোয়াক্কা না করে নির্বাচন পরবর্তী হিংসায় ছুটে গিয়েছিলেন আক্রান্ত পরিবারগুলোর কাছে।

তাই নিয়ে বিতর্ক কম হয়নি। এছাড়া রাজ্য সরকারের একাধিক কাজ নিয়েও প্রকাশ্যে এবং সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন রাজ্যপাল। তবে মঙ্গলবার খোদ বিধানসভায় দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নজিরবিহীনভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল। জাতীয় ভোটার দিবসে বিধানসভায় গিয়ে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরই মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল। ভোট-পরবর্তী হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলা, বিল আটকে রাখা, উপাচার্যদের নিয়োগ, সচিবদের মিটিংয়ে গরহাজিরা- সবকিছু নিয়েই এ দিন রাজ্য সরকারকে রীতিমতো তুলোধোনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন রাজ্যপালের এই বিস্ফোরক মন্তব্য রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতকে চরমে পৌঁছে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই বলে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যা নিয়ে ফের চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত। ভোট-পরবর্তী হিংসা এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে এদিন রাজ্যপাল জগদীপ ধনকর বলেছেন, ‘আজ ভোটার্স ডে। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ এই ভোটাররা। বলতে খারাপ লাগছে বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই। অথচ গণতন্ত্রে ভোটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলায় গণতন্ত্র যে বিপদের মুখে, ভোট পরবর্তী হিংসাই তার প্রমাণ। এ রাজ্যে আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা কীভাবে হয়েছে। নিজেদের মতো করে ভোট দিয়েছেন বলে জীবন দিতে হয়েছে সাধারণ মানুষকে।

Advertisement

এটা লজ্জাজনক। এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ। রাজ্যপাল হিসাবে আমি খুবই চিন্তিত। আমি অনেক চেষ্টা করেছি যাতে রাজ্যের শাসন ব্যবস্থা, প্রশাসন সংবিধান অনুযায়ী চলুক। সব কাজ আইন মেনে হোক। কিন্তু সরকারি আধিকারিকরা তাঁদের নিয়ম ভুলে গিয়েছেন। সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছেন। সংবিধানের সঙ্গে তাঁদের কাজের কোনও সম্পর্কই নেই। আমি তাঁদের ডেকে পাঠালেও সেই মিটিং তাঁরা এড়িয়ে যান। উপস্থিত হন না। মুখ্যসচিব, ডিজিপি রাজ্যপালের প্রশ্নের জবাব পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন না। আগুন নিয়ে খেলছেন তাঁরা। রাজভবন কী করতে পারে তা জানা নেই সরকারি অফিসারদের।

‘ এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্পিকার অসাংবিধানিক ভাষায় তাঁকে উত্তর দেন বলেও অভিযোগ করেছেন। স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সকলকে মনে করিয়ে দিতে চাই, রাজ্যপালের সাংবিধানিক অধিকার আছে। বিধানসভার অধ্যক্ষ যা খুশি বলেন। উনি মনে করেন রাজ্যপালের বিরুদ্ধে যা কিছু বলার ওনার লাইসেন্স আছে। আমি অধ্যক্ষকে একাধিকবার একাধিক বিষয়ে প্রশ্ন করেছি। তথ্য জানতে চেয়েছি। বিএসএফ রেজোলিউশন নিয়ে তথ্য জানতে চেয়েছি, উনি জবাব দেননি। উনি কি ১৬৮ ধারা জানেন না? এভাবে একজন অধ্যক্ষ রাজ্যপালকে এড়িয়ে যেতে পারেন না। এটা সংবিধানবিরোধী। উনি যে ভাষায় রাজভবনকে লেখেন তা অসাংবিধানিক, অসন্মানজনক এবং লজ্জার।’ অধ্যক্ষের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন রাজ্যপাল।

বিল আটকে রাখার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কোনও ফাইল রাজভবনে আটকে নেই। রাজ্যপাল সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে। বিলে সই করা হয়নি বলেও মিথ্যা প্রচার করা হচ্ছে। অধ্যক্ষ বলছেন, রাজ্যপাল ফাইল আটকে রেখেছেন। আমি এ কথা শুনে অবাক হয়ে গিয়েছি। হাওড়া পুর নিগমের বিল ও ফাইল আমি আটকে রাখিনি। হিউম্যান রাইটস সংক্রান্ত কোনও ফাইল আমি আটকে রাখিনি। শুধু প্রশ্ন করেছি। কিন্তু জবাব পাইনি। লোকায়ুক্ত নিয়োগ নিয়ে আমি প্রশ্ন করেছি। জবাব পাইনি। আমি অর্থ দফতরকে প্রশ্ন করেছি। তারা কোনও জবাব দেয়নি। শেষ মুহূর্তে এসে সই করে দিতে বললে হবে না। সময় দিতে হবে। আমি আগে সবটা খতিয়ে দেখব। আমি সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরই আমার করণীয় করব। দু’বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী কোনও তথ্য দেননি। অণ্ডাল বিমান বন্দর, অতিমারি, গ্লোবাল বিজনেস সামিট, মা ক্যান্টিন, স্পোর্টস ক্লাব নিয়ে আমার কাছে…

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.