বাংলার খবর
দামি ব্র্যান্ডের সিমেন্টের প্যাকেটে সিমেন্ট নেই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দামি ব্র্যান্ডের সিমেন্টের প্যাকেটে সিমেন্ট নেই! এইভাবে দীর্ঘ দিন ধরেই গ্রামের মানুষকে ঠকিয়ে আসছিলেন এক ব্যক্তি। এছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে পালানোর পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। কিছু মানুষকে ঠকালেও, অবশেষে ধরা পড়লেন প্রতারক।
জাল সিমেন্ট পাচার করার অভিযোগে একটি গাড়িকে হাতেনাতে ধরল বাংলা-বিহার সীমান্তের কুমেদপুরের বাসিন্দারা। এদিন তারা গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, অন্য জায়গা থেকে এই সিমেন্ট নিয়ে এসে হরিশচন্দ্রপুর সহ বাংলা-বিহার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ছড়িয়ে দেওয়া হত গরীব মানুষদের মধ্যে। একটি নামী ব্র্যান্ডের ব্যাগের মধ্যে যা থাকছে তা সিমেন্ট নয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকার মানুষদের ৩০ হাজার টাকার বিনিময় ঘর বানিয়ে দেওয়ার টোপ দিয়ে এই জাল সিমেন্ট ব্যবহার করছে একটি চক্র। এ প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ‘ট্রাকটিকে আটক করা হয়েছে। সিমেন্ট জাল কিনা খতিয়ে দেখা হচ্ছে।’