সোনার চেয়েও দামী চা আছে বিশ্বে !
Connect with us

ভাইরাল খবর

সোনার চেয়েও দামী চা আছে বিশ্বে !

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : চা আমাদের জীবনের অপরিহার্য অংশ তা বলা যেতেই পারে। আমাদের আড্ডায় ,দুশ্চিন্তায়,মন খারাপের সময় কিংবা প্রেমে ,সাহিত্যে ,শিল্পে সবখানে জড়িয়ে আছে এক পেয়ালা চা। ১৬৫০ সালে চিনে এই চা আবিষ্কারের পর ১৮০০ সালে ব্রিটিশদের হাত ধরে এই দেশে এসেছিলো। তারপর আসতে আসতে চা তে অভ্যস্ত হয়ে পরে এই দেশ। শুধু দেশ নয় বিদেশেও একই ভাবে রয়েছে এই পানীয়ের কদর । আর তাই বিশ্ব জুড়ে চায়ের প্রকার ভেদ অনুযায়ী চায়ের দামও আলাদা। এমন চা ও আছে যার প্রতি গ্রাম কিনতে গেলেই গুনতে হবে লক্ষ টাকা। অবাক হলেন তো !আসুন এরকম অবিশ্বাস্য কয়েকটি দামী চা এর নাম জেনে নেওয়া যাক।

দা হং পাও

পৃথিবীর সবচেয়ে দামী চায়ের নাম হলো দা হং পাও। ঔষধি গুন্ সম্পন্ন এই চা এর প্রতি গ্রামের মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। প্রতি কেজির মূল্য সোয়া মিলিয়ন ডলারেরও উপর। সোনার চেয়েও কয়েক গুন মূল্যবান দা হং পাও।

Advertisement

পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ

এরপর যে চা এর নাম ও দাম জানব সেটি হলো পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ।এই চা কিনতে গেলে আপনাকে গুনতে হবে ১৫ হাজার মার্কিন ডলার। যে দুটি কারণে এই চায়ের মূল্য এতো বেশি সেগুলি হলো,প্রথমত, এটি এক ধরণের বিরল প্রজাতির সিলভার টিপস ইম্পোরিয়াল চা এবং দ্বিতীয়ত, এই চায়ের প্রতিটি টি ব্যাগে থাকে ২৮০ টি টুকরো হীরে।

পান্ডা ডং

Advertisement

তৃতীয় যে চায়ের কথা বলবো তার নাম হলো পান্ডা ডং। এই চা চাষে ব্যবহার হয় পান্ডার মল। এই চায়ের মূল্য প্রতি কেজি ৭০ হাজার ডলার।

ভিনটেজ নার্সিসাস চা

এরপরের দামী যে চায়ের নাম বলব সেটি হলো ভিনটেজ নার্সিসাস চা। গ্রিক দেবী নার্সিসাসের নামানুসারেই এই চায়ের নামকরণ করা হয়েছে। ৬০ শতাংশ জারণ করা হয় এই চা এ আর এটাই এর বিশেষত্ব। এই চায়ের স্বাদ বৃদ্ধির জন্য এর সঙ্গে বিভিন্ন সময়ে কাঠ ,ফুল ,কিংবা চকোলেটের ফ্লেভার দেওয়া হয়। প্রতি কেজি ভিনটেজ নার্সিসাস চায়ের মূল্য সাড়ে ৬ হাজার মার্কিন ডলার।

Advertisement

ইয়োলো গোল্ড টি বাড্স

অতি মূল্যবান চা গুলির অন্যতম হলো ইয়োলো গোল্ড টি বাড্স যার প্রতি কেজির মূল্য ৩ হাজার মার্কিন ডলার। এই চায়ের পাতায় ২৪ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া হয়। এই চা বছরের একদিনই বাগান থেকে সংগ্রহ করা হয়।

ব্রোকেন লিফ ব্ল্যাক টি

Advertisement

এরপরের নামটি হলো ব্রোকেন লিফ ব্ল্যাক টি যা ইউরোপের সবচেয়ে পুরানো চা এবং এটি শুধু ইউরোপেই চাষ হয়। এই চা গাছের তিন নম্বর পাতা থেকেই এই চা উৎপাদন করা হয়। প্রতি কেজি ব্রোকেন ব্ল্যাক লিফ টি এর মূল্য ৪০৫ মার্কিন ডলার।

সিলভার টিপস ইম্পেরিয়াল চা

সর্বশেষে যে চা এর কথা বলবো সেটি হলো সিলভার টিপস ইম্পেরিয়াল চা। রং আর কড়া স্বাদের জন্য সিলভার ইম্পেরিয়াল চায়ের খ্যাতি দুনিয়াজোড়া। তাই দাম টাও বেশ চড়া। এই চা চাষ হয় ভুপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুট উপরে হিমালয়ের কোলে। এই চায়ের প্রতি কিলোগ্রাম এর মূল্য ৪০০ মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার মধ্যে এটি সবচেয়ে দামী চা।

Advertisement

 

 

 

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.