বাংলার খবর
ছুটির দিনে বড় স্বস্তি, কিছুক্ষণের মধ্যেই ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৈশাখের শুরুতেই উত্তোরত্তর বায়ুর পারদ বৃদ্ধিতে কাহিল আমজনতা। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। প্রখর দাবদাহে প্রশান্তি দিতে কবে বৃষ্টি হবে তা নিয়ে সেভাবে সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। যদিও সপ্তাহের শেষ থেকেই বদলাবে পারদ পতন। রবিবার ছুটির দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বাংলার বেশকিছু জেলা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলি। তবে শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও সাময়িক বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বাংলার পাঁচ জেলার উপর দিয়ে ‘লু’ বইতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: শুভ নববর্ষ ১৪২৯: টুইট বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা, ধনখড়ের
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় যখন ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি দেবে তখনই বাংলার বেশকিছু জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া গরমের কারণে বইতে পারে উষ্ণ বাতাস ‘লু’-ও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী দুদিন ধরে লু বইয়ে যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলসের সাফল্যের পর বড় ঘোষণা, খুব শীঘ্রই মুক্তি বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি
এদিকে কলকাতার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিও এই মুহুর্তে মহানগরে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। আপাতত এই অস্বস্তিকর আবহাওয়া এবং গা জ্বালা দেওয়া গরমকে সঙ্গী করেই আরও বেশ কিছুদিন চলতে হবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে-সঙ্গে অস্বস্তি বাড়াবে বাতাসের আপেক্ষিক আদ্রতাও। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও বজায় রয়েছে একই তাপমাত্রা। তবে ছুটির দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আজ সামান্য বাড়লেও বাড়তে পারে। তবে এখনই যে আবহাওয়ার কোনও রদবদল হচ্ছে না তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।