দেশের খবর
দেশে এক লাখের নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ধীরে ধীরে করোনার হাত থেকে স্বস্তি ফিরছে দেশে। গত কয়েকদিন ধরে কমতে শুরু করেছে আক্রান্তর সংখ্যা। কিছুদিন আগেও একদিনে করোনা আক্রান্তর সংখ্যা যেখানে তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সেখানে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা লাখের নিচে নেমে এসেছে।
গত একমাসে এই প্রথম দেশে আক্রান্তের সংখ্যা লাখের নিচে নামল। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। আক্রান্তের সংখ্যা কমতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্কুল কলেজ খুলে দেওয়ার পাশাপাশি অনেক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২২ লক্ষ ৭২ হাজার ১৪ জন। সংক্রমণ কমায় কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৭.২৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ্য হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ১১ লক্ষের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৬৩টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৪ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ৫৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫৩ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ জনের।