ভাইরাল খবর
কুকুরকে লাল বেনারসি পরিয়ে বিয়ে করলেন যুবক! কিন্তু কেন?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা ভাইরাল হয়েই থাকে। কিন্তু এবার একটা বিয়েই ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি যে বিয়ের ছবিটি ভাইরাল হয়েছে, তা দেখে চক্ষু চড়ক গাছ সকলেরই। মাথায় টোপর পরে বিয়ের সাজে বসে রয়েছেন পাত্র। আর তার পাশেই লাল রঙের বেনারসি পরে বসে রয়েছে একটি মহিলা কুকুর! হ্যাঁ, ঠিকই আন্দাজ করছেন। বিয়ের পাত্রী হল ওই কুকুরটি। ওই কুকুরটির সঙ্গেই বিয়ে হচ্ছে ওই যুবকের!
আর এই ছবি ভাইরাল হয়ে যেতেই তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ওই যুবক। কেউ লিখেছেন নিয়ম মেনেই যখন বিয়ে হল তখন ফুলশয্যাটাও কি হবে। কেউ লিখেছেন, এবার হানিমুনে দীঘা যাবে। কেউ আবার কমেন্ট করেছেন, মা মনে হয় ছেলেকে কুকুর বলেছিল, ছেলে সেটাকে সিরিয়াসলি নিয়েছেন। যদিও ভাইরাল হওয়া ওই যুবক এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
ফেসবুকে এই বিয়ের ভাইরাল ছবিটি শেয়ার করেছেন বিজয় দে নামে একজন ওয়েডিং ফটোগ্রাফার। সেখান থেকেই জানা গিয়েছে ওই যুবকের নাম দীপায়ন দাস। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, ওই যুবক এবং কুকুরটির মাথায় রয়েছে টোপর। গলায় গাঁদা ফুলের মালা। পাত্র হলুদ রঙের একটি টি-শার্ট পরে রয়েছেন। এবং পাত্রী অর্থাৎ কুকুরটি পরে রয়েছে লাল বেনারসি। আর এই বিয়েতে উপস্থিত ছিলেন ওই যুবকের বাড়ির সদস্যরাও। বিয়ের পর স্ত্রী অর্থাৎ কুকুরটিকে চুমু দিতেও দেখা যায় ওই যুবককে।
তবে এই বিয়ের পেছনে একটা কারণ রয়েছে। জানা গিয়েছে, ওই যুবকের মাঙ্গলিক দোষ কাটাতেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। জ্যোতিশাস্ত্র মতে মাঙ্গলিক দোষ থাকলে স্বামী ও স্ত্রীর মৃত্যু ফাঁড়া, উন্নতিতে বাধা, সাংসারিক অশান্তির সম্ভাবনা থাকে। সেই দোষ কাটাতেই বিয়ের আগে মাঙ্গলিক জাতক বা জাতিকার সঙ্গে কলাগাছ, পিপুল গাছ বা বিষ্ণুর স্বর্ণ বা রৌপ্য মূর্তির বিয়ে দেওয়া হয়। সেই কারণেই, ওই যুবকের মাঙ্গলিক দোষ কাটাতে কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হয়।