ভাইরাল খবর
ধ্বংস হতে চলেছে পৃথিবী! ২৪ এর জায়গায় ২৫ ঘন্টা করে হবে দিন; কি বলছেন বিজ্ঞানীরা?

বেঙ্গল এক্সপ্রেসসঃ আমাদের সাধারণ মানুষের সাথে চাঁদের বেশ একটা ঘনিষ্ঠতা রয়েছে। ছোট থেকেই আমরা জানি যে জোয়ার ভাটা এবং দিনরাত্রি নিয়ন্ত্রণ হয় সূর্য ও চাঁদের মাধ্যমে। এইবার সেই চাঁদের জন্যই কি পৃথিবীর মানুষেরা বিপদের সম্মুখীন হতে চলেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবী থেকে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। চাঁদের এমন কাজের জন্য এখন থেকে ২৪ ঘন্টার জায়গায় ২৫ ঘন্টা করে দিন হবে। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন যে পৃথিবীর নাগাল থেকে বার্ষিক 3.8 সেমি অর্থাৎ দেড় ইঞ্চি করে সরে যাচ্ছে পৃথিবীর নিজস্ব উপগ্রহ চাঁদ। আরে অস্বাভাবিক ঘটনার কারণেই বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য। বহু কোটি বছর আগে পৃথিবীর দিনের মোট দৈর্ঘ্য ছিল ১৩ ঘন্টা। পরবর্তী সময়ে সেই দৈর্ঘ্য বাড়তে বাড়তে ২৪ ঘন্টা এসে পৌঁছেছে।
আরও পড়ুন- নাজেহাল অবস্থা কাঁচা বাদাম খ্যাত ভুবনের! গানের জগৎ ছেরে এইবার অভিনয়ে পা
এদিকে আবার জানা গিয়েছে যে, ১৬০০ খ্রিস্টাব্দের পর থেকে প্রত্যয় শতাব্দীতে ১.০৯ মিলি সেকেন্ড করে সময় বেড়ে চলেছে। আবার কিছু কিছু বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে এক শতাব্দীতে ১. ৭৮ মিলি সেকেন্ড করে এই সংখ্যা বেড়েই চলেছে।
এইভাবে সময় বাড়তে থাকলে আমাদের পৃথিবী খুব শীঘ্রই ধ্বংসের মুখে পড়তে চলেছে। এই ঘটনার প্রসঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ডেভিড ওয়ালথাম জানিয়েছেন যে, এইসব হচ্ছে জোয়ার ভাটার কারণে। যার ফলে প্রতিদিন কমে আসছে পৃথিবীর ঘুরবার গতি।