বাংলার খবর
সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্যের জন্য এক হাজার কোটির ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্ব ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ পেল পশ্চিমবঙ্গ। সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্যই পশ্চিমবঙ্গের জন্য ১২ কোটি ৫০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে বিশ্ব ব্যাঙ্ক।
এর ফলে রাজ্যে বর্তমানে চালু থাকা একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো অনেকটাই সুনিশ্চিত হল। এবং রাজ্যের কোষাগারকে কিছুটা হলেও স্বস্তি দিল। ২০২১ সালের নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পরই একাধিক সামাজিক প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন তিনি। চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। আর তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা করে। এর পাশাপাশি, ‘কন্যাশ্রী’, স্বাস্থ্যসাথী প্রকল্পও রয়েছে। শুধু মহিলারাই নন, সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ ভাতা চালু রয়েছে রাজ্যে। আর তার জন্যই দরকার বিশাল অঙ্কের টাকা।
রাজ্যের এই সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির গুরুত্ব বিবেচনা করেই বিশ্ব ব্যাঙ্ক ১৯ জানুয়ারি এই ঋণের অনুমোদন দিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের হিসাব অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ‘জয় বাংলা’ প্রকল্পের আওতায় চারশোরও বেশি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের এই ঋণ পাওয়ার ফলে রাজ্যের সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবা, চাকরির ব্যবস্থা, টেলিমেডিসিন পরিষেবা ও মহিলা, বয়স্ক, তফসিলি জাতি-উপজাতি, বিশেষভাবে সক্ষমদের জন্য পরিষেবা, এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বেশি পরিমাণে নাগরিকদের অন্তর্ভুক্তিকরণ আরও মসৃণ হবে রাজ্য সরকারের। গত অগস্টেই এই ঋণ মঞ্জুর করার জন্য আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। অবশেষে রাজ্য সরকারের সেই আবেদনে সাড়া দিল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্কের এই ঋণ মঞ্জুর সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো উন্নয়নমূলক প্রকল্পগুলোর বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।