বাংলার খবর
কাঁকরা ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন মহিলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নিজের হার না মানা সাহস এবং সঙ্গী-সাথীদের সহযোগিতায় বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন এক মহিলা। তার দুঃসাহসিক লড়াইয়ের কথা শুনে অনুপ্রাণিত হচ্ছে সবাই। ওই মহিলার নাম কাজল মল্লিক। বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের পাথরপ্রতিমায়। শনিবার নৌকা নিয়ে গিয়েছিলেন কাঁকরা ধরতে।
যদিও এবার নতুন নয়, তারা প্রায় যান কাঁকরা ধরতে। বাঘ যে আক্রমণ করতে পারে তা বিলক্ষণ জানেন। আর তাই কাঁকরা ধরতে গেলে দল বেঁধেই যান। কাজল মল্লিকের সাথে আরও ছ’জন ছিলেন। নিরাপত্তার জন্য যে নৌকায় গিয়েছিলেন সেই নৌকায় চালা দেওয়া ছিল। কাঁকরা ধরতে গেলেই বাঘ কাজল মল্লিকের ওপর ঝাপিয়ে পড়ে। কাজল মল্লিক যখন বাঘের সঙ্গে লড়াই শুরু করে, ঠিক তখনই তাঁর সঙ্গীরা লাঠি, শাবল নিয়ে বাঘের সাথে লড়াই শুরু করেন।
তাঁদের মারেই বাঘ কাজল মল্লিককে ছেড়ে পালিয়ে যায়। কাজল মল্লিকের শরীরে বেশ কিছু যায়গায় বাঘের নখের আঁচর এবং কামড় লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কাজল যে রীতিমতো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।