বাংলার খবর
মাওবাদীদের কাছ থেকে অপহৃত স্বামীকে ছাড়াতে সন্তানকে কোলে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন আগে থেকেই ছত্তিগড়ের বিজপুরে একটি সেতু বানানোর কাজ করছিলেন ইঞ্জিনিয়ার অশোক পাওয়ার। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান ওই ইঞ্জিনিয়ার এবং ওখানে কর্মরত একজন শ্রমিক।
সূত্র মারফৎ জানা যায় ওই ইঞ্জিনিয়ারকে মাওবাদীরা অপহরণ করে নিয়ে গিয়েছে। খবর জানতে পেরে উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ। কিন্তু পুলিশ উদ্ধারের কিনারা করতে না পাড়ায় নিজেই স্বামীকে উদ্ধারের জন্য স্ত্রী ছুটে চলেছেন জঙ্গলে জঙ্গলে। সঙ্গে নিয়েছেন তিন বছর বয়সী পুত্র সন্তানকে। পুত্রকে কোলে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে যখন কাউকে দেখতে পান অনুরোধ করেন মাওবাদীদের কাছে তাঁর স্বামীকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানাতে।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানানোর পাশাপাশি বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাদের সঙ্গেও যোগাযোগ করে আবেদন জানাচ্ছেন ওই ইঞ্জিনিয়ার অশোক পাওয়ারে স্ত্রী শোনাল। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ছেলেকে কোলে নিয়ে স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন। শোনালের আশা তিনি ঠিক তাঁর স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন। এখন দেখা যাক মাওবাদীরা শোনালের এবং তাঁর ছেলের আবেদনে সারা দিয়ে স্বামীকে ফিরিয়ে দেয় কি না।